কুলাউড়ায় দুঃস্থ মানুষের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরীর অর্থের চেক বিতরণ

কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় উপজেলা প্রশাসন অসহায়, দুঃস্থ মানুষের মাঝে ২০১২-১৩ অর্থ বছরের বরাদ্দকৃত ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরীর অর্থের চেক গতকাল ৩০ এপ্রিল মঙ্গলবার বিতরন করা হয়। কুলাউড়া উপজেলা পরিষদ সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামছুল ইসলাম এর সভাপতিত্বে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোঃ আব্দুল হাই খান এর পরিচালনায় অনুষ্ঠিত বিতরন অনুষ্টানে প্রধান অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া প্রেসক্লাব সাধারন সম্পাদক মোঃ খালেদ পারভেজ বখ্শ। পরে ২০১২-১৩ অর্থ বছরের বরাদ্দকৃত ৮৫ বান্ডিল ঢেউটিন ও গৃহনির্মাণ মঞ্জুরীর অর্থের চেক জন প্রতি ৩ হাজার টাকা করে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫টি প্রতিষ্টানসহ ৪৯ জন অসহায়, দুঃস্থ মানুষের মধ্যে বিতরন করা হয়।