কমলগঞ্জে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের নির্বাচন অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর মণিপুরী ললিতকলা একাডেমীর মিউজিয়াম ভবনে মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের নির্বাচন অুষ্ঠিত হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রাজকান্ত সিংহ। মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের নির্বাচনে সর্বসম্মতিক্রমে এডঃ চাঁদ মুরারী সিংহ (স্বপন) সভাপতি ও নৃপেন্দ্র কুমার সিংহ পূনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। ২৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের অন্যান্য কর্মকর্তারা হলেন, সহ-সভাপতি ডাঃ পদ্ম মোহন সিংহ, অবনী কুমার সিংহ, মনিন্দ্র কুমার সিংহ, যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত কুমার সিংহ, সহ-যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত সিংহ, বিলাস সিংহ, অর্থ সম্পাদক অনিল কুমার সিংহ, সাংগঠনিক সম্পাদক রবীন্দ্র কুমার সিংহ, সহ-সাংগঠনিক সম্পাদক নির্ম্মল সিংহ, সংস্কৃতি ও সাময়িকী সম্পাদক উপেন সিংহ, স্বেচ্ছাসেবক সম্পাদক নিমাই সিংহ, সহ-স্বেচ্ছাসেবক সম্পাদক কামিনী মোহন সিংহ, রাজকুমার সিংহ, প্রচার সম্পাদক ধীরেন্দ্র কুমার সিংহ, সহ-প্রচার সম্পাদক নন্দবাবু সিংহ, তথ্য ও মিডিয়া সম্পাদক বিলাস সিংহ, রাস মেলা সম্পাদক কৃষ্ণ মোহন সিংহ, সহ-রাস মেলা সম্পাদক শচী মোহন সিংহ, আপ্যায়ন সম্পাদক অখিল চন্দ্র সিংহ, সহ-আপ্যায়ন সম্পাদক কৃষ্ণ কান্ত সিংহ, কার্যকরী সদস্য-কমলাবাবু সিংহ, নগেন্দ্র সিংহ, প্রভাস চন্দ্র সিংহ, সঞ্জয় সিংহ ও রামকৃষ্ণ চাটার্জী।