কুলাউড়ায় আইন-শৃংখলা কমিটির সভায় হাসপাতাল কর্তৃপক্ষসহ ২১টি প্রতিষ্টানকে তিরস্কার
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া ইউএনও মোহাম্মদ শামছুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে ২৯ এপ্রিল সোমবার আইন শৃংখলা কমিটির সভা অনুষ্টিত হয়। উপজেলা পরিষদেও চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন, সহকারী কমিশনার (ভুমি) হাসিনা ইসলাম, ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম ও তানিয়া আক্তার লিমা, ওসি মোঃ হাসানুজ্জামান, রেলওয়ে ওসি স্বপন কান্তি বড়ুয়া, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ভুকশিমইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক, শাহ্জালাল আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, সাপ্তাহিক কুলাউড়া ডাক পত্রিকার সম্পাদক ও কাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এ কে এম সফি আহমদ সলমান, অধ্যক্ষ আব্দুর রউফ, জাসদ নেতা গিয়াস উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, জাপা সভাপতি লুৎফুল হক, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সংশ্লিষ্ট সরকারী কর্মকর্তাবৃন্দসহ কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে অনুষ্টিত সভায় কুলাউড়া জিআরপি থানায় দায়েরকৃত বিগত হরতালে ট্রেন নাশকতার ঘটনার মামলায় মাসাধিককাল অতিবাহিত হওয়ার পর ও জড়িত প্রকৃত আসামীদের গ্রেফতারে পুলিশের ব্যর্থতায় ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে প্রকৃতদের গ্রেফতার ও নিরপরাধদের মামলা থেকে রেহাই দেয়ার, বিগত স্বাধীনতা দিবসে উপজেলা হাসপাতাল কর্তৃপক্ষসহ সরকারী-বেসরকারী ২১টি প্রতিষ্টানে জাতীয় পতাকার অবমুল্যায়ন করায় ১ম বারের মত ক্ষমা প্রদর্শন করে তিরস্কারসহ ভবিষ্যতের জন্য সতর্ক করে দেয়া হয়। এছাড়া কুলাউড়া রেলওয়ে সুইপার কলোনীতে অবাধে মাদক ব্যবসা রোধে একটি ৫সদস্যের তদন্ত কমিটি গঠন, রেল কলোনীতে অবৈধভাবে বসবাসকারীদের তালিকা প্রনয়ন, হাজীপুরসহ অন্যান্য ইউনিয়নে গরু চুরি রোধে, শহরের যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। সভায় ইউএনও মোহাম্মদ শামছুল ইসলাম আগামী ৫ মে’র হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে যে কোন ধরনের নাশকতা রোধে সবাইকে স্ব-স্ব অবস্থান থেকে সতর্ক থাকার ও সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।