শিবগঞ্জে ২৫ লক্ষ টাকার ভিওআইপিসহ দু’জন আটক

স্টাফ রিপোর্ট : র্যাবের অভিযানে মঙ্গলবার বিপুল পরিমাণ ভিওআইপি (ভয়েস অভার ট্রান্সফার প্রটোকল) সরঞ্জামসহ দুইজনকে আটক করা হয়েছে। তারা হচ্ছে-গোলাপগঞ্জের কানিশাইল গ্রামের মানিক মিয়ার ছেলে মো: ইমরান উদ্দিন (২৭) এবং দক্ষিণ সুরমা উপজেলার দাউদপুর গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে মো: রোমান আহমদ(৩০)। উদ্ধার করা সামগ্রীর মূল্য প্রায় ২৫ লক্ষ টাকা বলে র্যাব জানিয়েছে।
এক বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যাব-৯ এর একটি গোয়েন্দা দল সিলেট নগরীর শাহপরান থানাধীন শিবগঞ্জ এলাকার মজুমদার পাড়ায় অবস্থিত ১৮, রহমান ভিলার তিনতলার পূর্ব পার্শ্বের ফ্লাটে অবৈধ র্ভিওআইপি ব্যবসার সন্ধান পায়। গোপন সংবাদের ভিত্তিতে অধিনায়ক র্যাব-৯ এর নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল অবৈধ ভিওআইপি স্থাপনার ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। ঘটনাস্থল থেকে ভিওআইপির জন্য ব্যবহৃত ০৯টি মেশিনসহ অন্যান্য বিপুল পরিমান অবৈধ ভিওআইপি ব্যবসার সরঞ্জামসহ উল্লিখিত দুই আসামীকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন থেকে এ ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত ভিওআইপি’র মূল্য প্রায় ২৫ লাখ টাকা বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।