খেলাফত মজলিস লন্ডন মহানগরীর প্রশক্ষন মজলিস অনুষ্ঠিত

খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা শেখ গোলাম আসগর বলেছেন ,ইসলাম ও বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হলে হেফাজতে ইসলামের ৫মে ঢাকা অবরোধ কর্মসূচি সর্বাত্মক ভাবে সফল করতে হবে। এই সরকারের ক্ষমতায় আসীন হয়েই বাংলাদেশের গর্ব সেনাবাহিনীর ৫৭ দেশ প্রেমিক মেধাবী অফিসারকে হত্যার মাধ্যমে আমাদের মাতৃভূমির স্বাধীনতা-সার্বভৌমত্ত্বকে বিক্রি করার প্রথম ধাপ এগিয়ে নিয়ে যায়। একের পর এক ইসলাম ও দেশের স্বার্থ বিরোধী কাজ করে যাচ্ছে। তাই বর্তমান সরকারের কাছে ইসলাম ও বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ নয়। সভার দুর্গটনায় নিহত সকলের আত্মার মাগফিরাত কামনা ও স্বরাষ্ট্রমন্ত্রী মখা আলমগীরের মন্তব্যের তীব্র নিন্দা করে বলেন,সরকারের একটি উচ্চ আসনে বসে এধরনের একটি বাঝে মন্তব্য শুধু অবাস্থব ও নিন্দনীয় নয় বরং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশেকে একটি মেধাহীন রাষ্ট্র হিসাবে পরিচয় পাচ্ছে।
গত ৩০ এপ্রিল সকাল ১০টায় লন্ডনের একটি কমিউনিটি হলে খেলাফত মজলিস লন্ডন মহানগরীর “প্রশিক্ষণ মজলিসে” প্রধান বক্তার বক্তব্যে শেখ গোলাম আসগর উপরোক্ত বক্তব্য রাখেন।
উপ-শাখা দায়িত্বশীলদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণ মজলিসে সভাপতিত্বে করেন খেলাফত মজলিস লন্ডন মহানগরী সভাপতি মাওলানা তায়ীদুল ইসলাম ও পরিচালনা করেন প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাবির আহমদ।
প্রশিক্ষণ মজলিসে প্রধান অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন মহাসচিব ও হেফাজতে ইসলাম ইউকে এন্ড আয়ার আহ্বায়ক এবং খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার সভাপতি শায়েখ মাওলানা আব্দুল কাদির সালেহ।
অধ্যাপক আব্দুল কাদির সালেহ প্রধান অতিথির বক্তব্যে বলেন, বর্তমানে বাংলাদেশের জনগণ দুটি ভাগে বিভক্ত, একটি হচ্ছে ইসলামিক শক্তি আরেকটি হচ্ছে নাস্তিক্যবাদী বা ধর্মদ্রোহী শক্তি।এখন সময় হচ্ছে দলীয় গন্ডি বাদ দিয়ে ইসলামি শক্তির কাতারে দাড়িয়ে বাংলাদেশে ইসলাম ও স্বাধীনতা রক্ষার সংগ্রামে শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ সফির নেতৃত্বে আগামী ৫মের ঢাকা অবরোধ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে।
প্রশিক্ষণ মজলিসে দারসে কোরআন পেশ করেন খেলাফত মজলিস লন্ডন মহানগরীর দাওয়া সম্পাদক ও ফোর্ড স্কোয়ার মাদ্রাসার মুহাদ্দিস প্রভাষক মাওলানা হুমায়ুন রশীদ নূরী,”ইসলামি আন্দোলন বর্তমান প্রেক্ষাপট” বিষয়ের উপর আলোচনা পেশ করেন খেলাফত মজলিস লন্ডন মহানগরী সহ-সভাপতি হাফিজ মাওলানা এনামুল হক,”সৃজনশীল বক্তব্য উপস্থাপন”বিষয় পরিচালনা করেন সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফুজায়েল আহমদ।
প্রশিক্ষণ মজলিসে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন লন্ডন মহানগরী সাবেক সভাপতি মাওলানা আব্দুল করিম, সহ-সভাপতি হাফিজ সাদিকুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আনিসুর রহমান, হেকনি শাখা সভাপতি মাওলানা হুমায়ুন রশীদ রাজী, খেলাফত মজলিস নেতা ও আল-কোরআন রিসার্চ ফাউন্ডেশন ইউকের সেক্রেটারি শেখ নুফায়েস আহমদ, বেথনালগ্রীন শাখা সভাপতি মাওলানা জয়নাল আবিদিন, বেথনালগ্রীন শাখা সেক্রেটারি মাওলানা আসাদ আহমদ, হেকনি শাখা বায়তুলমাল সম্পাদক মাওলানা আমিরুল ইসলাম, জাকির আহমদ প্রমূখ।