কুলাউড়ায় বিএনপির মতবিনিময় সভায় এম এম শাহীন: সকলকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকে রুখতে হবে
এম. মছব্বির আলী : তৃণমূল পর্যায়ে বিএনপিকে আরো সুসংগঠিত ও চাঙ্গা করার লক্ষ্য নিয়ে কুলাউড়া উপজেলা বিএনপির শীর্ষ নেতাকর্মীদের অংশগ্রহনে ৩০ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যায় সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীনের বাসভবনে এক মতবিনিময় সভা অনুষ্টিত হয়। উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পৌরসভার প্যানেল মেয়র জয়নাল আবেদিন বাচ্চুর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেক এমপি এম এম শাহীন বলেন, দেশের চিরাচরিত রাজনৈতিক সংস্কৃতিকে বিনষ্ট করা হচ্ছে। তিন বার ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন ও অগ্রগতিতে যারা ভূমিকা রেখেছেন তাদেরকে নির্বাচনের বাইরে রাখার পায়তারা চলছে। বর্তমানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান বনাম নাস্তিকবাদির পৃষ্টপোষক সরকারের মধ্যে লড়াই চলছে। ক্ষমতাসীন আ’লীগ বিএনপির শীর্ষ থেকে শুরু করে তৃনমূল পর্যায়ের নেতাকর্মীদের উপর নির্যাতন চালাচ্ছে। সময় এসেছে সকলকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রকে রুখতে হবে। এসময় নেতৃবৃন্দরা সাভার ট্রাজেডির জন্য শোক প্রকাশ ও দৈনিক আমার দেশ পত্রিকা বন্ধের তীব্র প্রতিবাদ জানান। উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ তফজ্জুল হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি গিয়াস উদ্দিন আহমদ, সহ-সভাপতি রফিক উদ্দিন আহমদ ও আব্দুল গফুর চৌধুরী, সাধারন সম্পাদক রেদওয়ান খান, সাবেক সাধারন সম্পাদক ও ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুল গাফ্ফার চৌধুরী, মুক্তিযোদ্ধা আব্দুল গফুর, উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক সরোয়ার আলম বেলাল, যুবদলের যুগ্ম আহবায়ক কাউন্সিলর মঞ্জুর আলম চৌধুরী খোকন, কাউন্সিলর কায়ছার আরিফ, শ্রমিকদলের সভাপতি ইসলাম উদ্দিন ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত সবুজ, ছাত্রদল নেতা মোজাম্মেল হক অপুসহ সকল ইউনিয়নের সভাপতি/সম্পাদকবৃন্দ।