মৌলভীবাজারে মে দিবসের র্যালী ও আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি : সাভারের শ্রমিক হত্যার বিচার দাবীতে শোক আর প্রতিবাদের ভাষায় “নিরাপদ কর্ম পরিবেশ এগিয়ে যাবে বাংলাদেশ” এই েশ্েলাগান নিয়ে মৌলভীবাজারে পালিত হচ্ছে মহান মে দিবস। মহান মে দিবস উপলক্ষে বুধবার সকাল ১১ টায় মৌলভীবাজারের জেলা প্রশাসনের কার্য্যালয় থেকে শ্রমিক-পেশাজীবি-জনতার অংশগ্রহনে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিন করে এম সাইফুর রহমান অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটির প্রতিপাদ্য বিষয়ে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার পূর্বে সাভারের নিহতদের স্বরণে এক মিনিটি নিরবতা পালন করা হয়। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, নবাগত পুলিশ সুপার তোফায়েল আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নেছার আহমদ, সাবেক এমপি হুসনে আরা ওয়াহিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম খাঁন, শ্রমিক নেতা জমসেদ মিয়া, সেলিম আহমদ, জামাল মিয়া, আজাদুর রহমান অদুদ, আনিছুজ্জামান বায়েছ প্রমূখ। এছাড়াও শ্রীমঙ্গল ও কুলাউড়াসহ জেলার চা বাগান অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে বর্ণাঢ্য আয়োজনে মে দিবস পালিত হচ্ছে।