লাশের সংখ্যা বেড়ে ৪২০

ডেস্ক রিপোর্ট : সাভারের ধসে পড়া রানা প্লাজার ধ্বংসস্তূপ থেকে বুধবার ৯টা পর্যন্ত ২৬টি লাশ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ৪২০ এ। জীবিত উদ্ধার করা হয়েছে ২৪৩৭ জনকে। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছে আরও দুই জন।
আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে রাতে জাস্ট নিউজকে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এডভোকেট শামসুল হক টুকু।
বুধবার অষ্টম দিনে ১৮০ ঘন্টা পার হয়েছে উদ্ধার অভিযান। দ্বিতীয় পর্বে এখন শুধুমাত্র ভারি যন্ত্রপাতি দিয়ে উদ্ধার অভিযান চলছে। এর আগে প্রথম পর্বে ম্যানুয়াল পদ্ধতিতে জীবিত মানুষকে উদ্ধার অভিযান চালানো হয়েছিলো বলে জাস্ট নিউজকে জানিয়েছে আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও স্থানীয় সরকার প্রতিমন্ত্রী এডভোকেট জাহাঙ্গীর কবির নানক।
তিনি বলেন, ধ্বংসস্তূপে প্রাণের স্পন্দন না থাকলেও লাশগুলোকে অক্ষত উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করাই আমাদের কাজ। দিন-রাত এখানে অবস্থান করে প্রধানমন্ত্রীর নির্দেশ মতো আমরা উদ্ধার কাজ পরিচালনায় তদারকি করছি।
বুধবার উদ্ধার অভিযানের দায়িত্বে থাকা সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি চৌধরী হাসান শহীদ সোহরাওয়ার্দী সাংবাদিকদের জানিয়েছেন, ধ্বংসস্তূপের মধ্যে এখন পর্যন্ত ১৪৯ জন নিখোঁজ রয়েছে। কিন্তু বেসরকারি একাধিক সংগঠনের হিসাব অনুযায়ী নিখোঁজের সংখ্যা হাজারের কাছাকাছি।
উল্লেখ্য, ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে পড়ে। রানা প্লাজায় ১ ও ২ তলায় মার্কেট, ৩ তলায় সামনে অংশে ব্রাক ব্যাংকের একটি শাখা এবং ৩ থেকে ৮তলা পর্যন্ত মোট ৫টি গার্মেন্টস রয়েছে। এ কারখানাগুলোতে প্রায় ৫ হাজার শ্রমিক কাজ করতেন।