‘লাশ কম দেখানোর অভিযোগ ভিত্তিহীন’

ডেস্ক রিপোর্ট : সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল চৌধুরী হাসান সোহরাওয়ার্দী জানিয়েছেন, সবশেষ মৃতদেহ উদ্ধার না হওয়া পর্যন্ত কাজ চলবে। বৃহস্পতিবার সকালে সাভারে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।
রানা প্লাজার ধ্বংসস্তুপ অপসারণ ও লাশ উদ্ধারের সর্বশেষ অবস্থা জানানোর জন্য আয়োজিত এই ব্রিফিংয়ে দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা চৌধুরী সোহরাওয়ার্দী, লাশ গুমের অভিযোগ ভিত্তিহীন এবং দুঃখজনক উল্লেখ করে বলেন, উদ্ধারকাজ শেষ হলে মৃতের প্রকৃত সংখ্যা জানা যাবে।
তিনি কোনো গুজবে কান না দেয়ার আহ্বান জানান। আগের দিন নারায়ণগঞ্জের কাঁচপুরে এক শ্রমিক সমাবেশে সংসদে বিরোধীদলীয় নেত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাভারে ‘রানা প্লাজা’র ধ্বংসস্তুপের ভেতর থেকে উদ্ধারকৃত লাশের সংখ্যা কম দেখানোর জন্য সরকারে বিরুদ্ধে অভিযোগ করার পর তিনি এই মন্তব্য করলেন।
তিনি বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন উদ্ধার কর্মীর অবস্থা উন্নতির দিকে।