বুদ্ধিজীবী হত্যা: আশরাফুজ্জামান-মাঈনুদ্দীনকে গ্রেপ্তারে পরোয়ানা

ডেস্ক রিপোর্ট : একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বুদ্ধিজীবী হত্যার অভিযোগে দুই আল বদর নেতা আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দীনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারপতি ওবায়দুল হাসান নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল-২ বৃহস্পতিবার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে পরোয়ানা জারির এই আদেশ দেন।
তাদের গ্রেপ্তার করা হয়েছে কি-না সে বিষয়ে ১২ মের মধ্যে ট্রাইব্যুনালে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ট্রাইব্যুনালের প্রসিকিউটর সাইদুর রহমান গত ২৫ এপ্রিল তদন্ত প্রতিবেদন জমা দেয়ার পর ২৮ এপ্রিল আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দীনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল।
আনুষ্ঠানিক অভিযোগে বলা হয়, আশরাফুজ্জামান খান ছিলেন ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী হত্যাকাণ্ডের ‘দায়িত্বপ্রাপ্ত’ আলবদর বাহিনীর ‘চিফ এক্সিকিউটর’। আর চৌধুরী মাঈনুদ্দীন ছিলেন তার ‘অপারেশন ইনচার্জ’।
তারা দুজনেই জামায়াতে ইসলামীর তখনকার সহযোগী সংগঠন ইসলামী ছাত্রসংঘের সদস্য ছিলেন এবং বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে সক্রিয় অবস্থান নেন।
পলাতক আশরাফুজ্জামান খান ও চৌধুরী মাঈনুদ্দীনের বিরুদ্ধে ১৯৭১ সালের ১০ থেকে ১৫ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের নয় জন শিক্ষক, ছয় জন সাংবাদিক ও তিনজন চিকিৎসকসহ ১৮ বুদ্ধিজীবীকে অপহরণের পর নির্যাতন করে হত্যার অভিযোগ আনা হয়েছে ট্রাইব্যুনালের প্রতিবেদনে।
তাদের বিরুদ্ধে ৫ ধরনের মানবতাবিরোধী অপরাধের মোট ১৬টি অভিযোগ আনা হয়েছে।