‘শর্ত মেনে লিখিত আমন্ত্রণ জানালে সংলাপে যাবে বিএনপি’
প্রকাশিত হয়েছে : ২ মে, ২০১৩ ৭:২৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৪৫ বার পঠিত

নির্দলীয় সরকারের শর্ত মেনে লিখিত আমন্ত্রণ জানালে বিএনপি সংলাপে যাবে বলে জানিয়েছেন বিরোধীদলীয় নেতার উপদেষ্টা শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার দুপুরে রাজধানীয় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ঝালকাঠি জেলা আওয়ামী লীগের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় যে কোনো সমস্যা সমাধানে বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়ার প্রতি আলোচনায় বসার আহ্বান জানান।