দি ইন্টারন্যাশনাল ক্রাইম সাপোর্ট ফোরাম বাংলাদেশ ইন ইউকের অনুষ্ঠিত লন্ডনের মহাসমাবেশ ও র্যালীতে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে নেতাকর্মীদের স্বতঃফুর্ত অংশগ্রহণ

এস রহমান মামুন, বৃটেন থেকে : গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত মাল্টিন্যাশনাল ও মাল্টিক্যালচারেলের বৃটেনের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিকসহ ৭৩টি সংগঠনের সমন্বয়ে গঠিত দি ইন্টারন্যাশনাল ক্রাইম সাপোর্ট ফোরাম বাংলাদেশ ইন ইউকের উদ্যোগে গত ২৮ এপ্রিল ইস্ট লন্ডনের আলতাব আলী পার্কে অনুষ্ঠিত মহাসমাবেশ ও র্যালীতে হাজার হাজার লোকের সাথে যুদ্ধাপরাধীদের বিচারের দাবীতে ক্যাম্পেইনরত সংগঠন জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকে কনভেনার সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিস মিছিল সহকারে সংগঠনের ওয়েলস বার্মিংহাম, ম্যানচেস্টার, লন্ডন, নিউপোর্ট ও কার্ডিফ কাভার ব্যানার ফেস্টুন প্লে-কার্ডসহ বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে স্বতঃফুর্তভাবে অংশগ্রহণ করেছেন।
দি ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনাল সাপোর্ট ফোরাম আয়োজিত স্মরণকালের মহাসমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি প্রবাসে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সুলতান মাহমুদ শরীফ। যুক্তরাজ্য আওয়ামীলীগের সেক্রেটারী সাবেক ছাত্রনেতা সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বৃটিশ এমপি এ্যামেলি বনবারী, মেম্বার অব ইউরোপিয়ান পার্লামেন্ট ডা: চালি ডেভিট রাসেল, জেমস মেরি, গিতা সাত গালসহ বৃটেনের বিভিন্ন মানবাধিকার কর্মীবৃন্দ, ৭৩ সংগঠনের প্রতিনিধিবৃন্দ ও গ্রেটার লন্ডন ছাড়াও ম্যানচেস্টার, বার্মিংহাম, ওয়েলস, কার্ডিফ, ওল্ডহাম, নিউপোর্ট, সোয়ানসী, ওডিনভরা, সকল্যন্তম লিভারপুল, স্পেসক্রাউন, ব্রাইটন, ক্রাউনাপটন, রিডিংসহ বিভিন্ন শহর থেকে আগত নেতৃবৃন্দ।
এদিকে, ২৮ এপ্রিলের মহাসমাবেশ ও র্যালী থেকে জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের বিভিন্ন শহর থেকে আগত নেতা-কর্মীদের নিয়ে ব্রিকলেনের স্থানীয় এক রেস্টুরেন্টে নৈশভোজ ও আলোচনা সভার আয়োজন করা হয়। জাস্টিস ফর বাংলাদেশ জেনোসাইড ১৯৭১ ইন ইউকের কনভেনার সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিসের সভাপতিত্বে ও সংগঠনের অন্যতম সংগঠক যুবনেতা শাহ মো: শফি কাদিরের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এম.এ. মালিক, শেখ মো: তাহির উল্লাহ, মাহবুব আলম চৌধুরী মাখন, মোস্তফা কামাল বাবলু, আ: হান্নান, এস.এ. রহমান মধু, আলহাজ্ব লিয়াকত আলী, হারুন তালুকদার, রুহুল আমিন রুহেল, মুক্তিযোদ্ধা এ.এ. মান্নান, জিলু মিয়া, মুক্তিযোদ্ধা আব্দুল মনাফ, এম. এ. রউফ, জহির উদ্দিন আলী, জুয়েল মিয়া, নূরুল আলম চুনু, সাদেক মিয়া, শামসুল, জাকির খান, সাইফুল আলম, কামাল আহমদ, আবুল কালাম আজাদসহ বিভিন্ন শহর থেকে আগত জাস্টিস ফর বাংলাদেশ নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে সংগঠনের কনভেনার সাবেক ছাত্রনেতা মনসুর আহমদ মকিস ৪টি ব্যানারসহ আলতাব আলী পার্কের মহাসমাবেশে উপস্থিত নেতাকর্মীদে ধন্যবাদ জানিয়ে সংগঠনের কর্মতৎপরতার বিভিন্ন দিক তুলে ধরে বার্মিংহাম, ম্যানচেস্টার ও কার্ডিফে কমিটি গঠনের জন্য সবার সহযোগিতা কামনা করে যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াত-শিবিরের রাজনীতি বন্ধের জোর দাবী জানান।