আলাউর রহমানের বাড়ি বাংলাদেশের সিলেট সুনামগঞ্জের কাটালিয়া গ্রামে। তিনি দীর্ঘ ২৫ বত্সর থেকে ইতালিতে বসবাস করেছেন। তিনি ইতালির মিলানে করবেত্ত এলাকায় স্ত্রী, ২ ছেলে ও ২ মেয়ে নিয়ে বসবাস করতেন। জানাজার নামাজ পরিচালনা করেন মিলান কেন্দ্রীয় মসজিদের ইমাম মুজিবুর রহমান।
জানাজার নামাজে মিলানে বসবাসরত প্রবাসীরা উপস্থিত ছিলেন এবং তার লাশ আগামী শুক্রবার বাংলাদেশে পাঠানো হবে বলে পরিবারের সদস্যরা জানান।
জানাজায় অংশনেন মিলান কমিউনিটির সিরাজুল ইসলাম গফফার, খান রুকন উদ্দিন, আব্দুল মান্নান, জিনু মিয়া মেম্বার, শামসুল আলম আক্তার, রফিকুল ইসলাম দেওয়ান, কালা মিয়া, রয়েল আহমেদ, সহিদ চৌধুরী, জালাল আহমেদ, মুজিবুর রহমান, আব্দুল বারী, ফকরুল ইসলাম, সাজ্জাদ মিয়া, মাশুক মিয়া, এমাম উদ্দিন, সৈয়দ সুহেল আহেমদ সহ অনেক প্রবাসী। আলাউর রহমান এর মৃত্যুতে প্রবাসীরা গভীর শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জানান।