আবেদ রাজার মুক্তিতে কুলাউড়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ার মাটি ও মানুষের প্রিয়নেতা এডভোকেট আবেদ রাজার মুক্তিতে কুলাউড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এক আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়। ০১ মে বুধবার সন্ধ্যার পর আনন্দ মিছিলটি কুলাউড়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে চৌমুহনী চত্বরে এসে পথসভার মাধ্যমে শেষ হয়। আনন্দ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপি সভাপতি ও পৌর মেয়র কামাল উদ্দিন আহমদ জুনেদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি উপাধক্ষ্য আব্দুল হান্নান, উপজেলা বিএনপি’র সাধারন সম্পাদক এম এ মজিদ ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মুজিবুল আলম সোহেল প্রমুখ।
গতকাল ২ মে বৃহস্পতিবার সন্ধ্যার পর কুলাউড়ার ব্রাহ্মনবাজারে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরন করা হয়। আনন্দ মিছিলের নেতৃত্ব দেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এডভোকেট খালেদ লাকী, ব্রাহ্মনবাজার ইউনিয়ন বিএনপির সভাপতি শফিক আহমদ, সাধারন সম্পাদক আপ্তাব মিয়া, সহ-সভাপতি বদরুল হোসেন বদর, যুগ্ম সম্পাদক মাসুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী গোলাম মোস্তফা চৌধুরী সোহেল, ইউনিয়ন যুবদলের আহবায়ক রমিজ উদ্দিন ও স্বেচ্ছাসেবকদলের আহবায়ক ইমরান হোসেন প্রমুখ।
উলেখ্য, এডভোকেট আবেদ রাজা গত ২ মার্চ বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে গ্রেফতারকৃত দেড় শতাধিক নেতাকর্মীর সাথে গ্রেফতার হয়ে গত ২৯ এপ্রিল আদালত থেকে জামিন পেয়ে গত ০১ মে বুধবার দুপুরে কাশিমপুর কারাগার থেকে মুক্তি লাভ করেন।