মৌলভীবাজার জেলায় নানা আয়োজনে মহান মে দিবস পালিত

মৌলভীবাজার : সাভারের শ্রমিক হত্যার বিচার দাবি, শোক আর প্রতিবাদের ভাষায় “নিরাপদ কর্ম পরিবেশ এগিয়ে যাবে বাংলাদেশ” এই শেস্নাগান নিয়ে মৌলভীবাজারের সাত উপজেলায় পালিত হয়েছে মহান মে দিবস। এ উপলক্ষে বুধবার সকাল ১১ টায় মৌলভীবাজার জেলা প্রশাসনের কার্যালয় থেকে শ্রমিক, পেশাজীবি জনতার অংশগ্রহণে এক বর্নাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে এম. সাইফুর রহমান অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। পরে সেখানে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটির প্রতিপাদ্য বিষয়ে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভার পূর্বে সাভারের নিহতদের স্বরণে ১ মিনিটি নিরবতা পালন করা হয়। জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান, নবাগত পুলিশ সুপার তোফায়েল আহমদ, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাবেক এমপি হুসনে আরা ওয়াহিদ, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম খান, শ্রমিক নেতা জমসেদ মিয়া, সেলিম আহমদ, জামাল মিয়া, আজাদুর রহমান অদুদ, আনিছুজ্জামান বায়েছ প্রমুখ।
এদিকে শ্রীমঙ্গল ও কুলাউড়া, জুড়ী, বড়লেখাসহ জেলার চা বাগান অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে বর্নাঢ্য আয়োজনে মে দিবস পালিত হয়েছে।
বড়লেখা : মৌলভীবাজারের বড়লেখায় মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে বিভিন্ন শ্রমিক সংগঠন পালন করে। দিবসটি উপলড়্গে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ট্রাক-ট্র্যংক-লরি পরিবহন শ্রমিক ইউনিয়ন : মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলড়্গে সংগঠনটি র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আলোচনা সভায় সংগঠনের সভাপতি মঈন উদ্দিনের সভাপতিত্বে ও ময়নুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) রেহানা বেগম হাছনা, উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ আমিনুর রহমান, পৌর মেয়র ফখরুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, ট্রাক-ট্র্যংক-লরি পরিবহন শ্রমিক ইউনিয়ন বড়লেখা শাখার সাধারণ সম্পাদক শাহিন আহমদ, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন প্রমুখ।
উত্তর বাজার সিএনজি কমিটি : র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে মে দিবস পালন করা হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন শ্রমিক নেতা আব্দুল, সিএনজি স্ট্যান্ড কমিটির সহ-সভাপতি আব্দুল জব্বার, সাংগঠনিক আব্দুল লতিফ প্রমুখ।
মধ্য বাজার ও দক্ষিণ বাজার সিএনজি স্ট্যান্ড কমিটি : মে দিবস উপলড়্গে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে শ্রমিক নেতা আব্দুল আহিদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহাব উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, সদর ইউপি চেয়ারম্যান প্রমুখ।
কুলাউড়া : সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখা (১২২৩) এর উদ্যোগে ১মে বুধবার বিকেলে উত্তরবাজারস্থ শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্টানের আয়োজন করা হয়। সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখার সভাপতি দুদু মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক রাজু আলী রাজুম এর পরিচালনায় অনুষ্টিত মে দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নওয়াব আলী আব্বাছ খাঁন এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি ও ঠিকানা গ্রুপের চেয়ারম্যান এম এম শাহীন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন, ভাইস চেয়ারম্যান আ স ম কামরুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, প্রভাষক মমদুদ হোসেন। বক্তব্য রাখেন সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা শাখার সহ-সভাপতি মোঃ ইসলাম উদ্দিন, সদস্য আব্দুল জব্বার বাবলু প্রমুখ।
কমলগঞ্জ : নানা আয়োজনের মধ্যদিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে মহান মে দিবস পালিত হয়েছে। মে দিবস উপলক্ষে সিনজি অটোরিকশা চালক, বাস, মাইক্রোবাস ও ট্রাক চালক বের হয় বিশাল র্যালি। শ্রমিকদের হাতে ছিল লাল পতাকা, মাথায় লাল কাপড় বাঁধা। কমলগঞ্জের শমশেরনগর শ্রমকল্যাণ কেন্দ্রে নানা আয়োজনে মে দিবস পালিত হয়েছে। সকাল ১০টায় শমশেরনগরস্থ চা শিল্প শ্রমকল্যাণ কেন্দ্রে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে চা শ্রমিক সন্তানরা কবিতা, গান, কৌতুক ও নৃত্য পরিবেশন করে। শমশেরনগর শ্রম কল্যাণ কেন্দ্রের পরিচালক ডা. সুকুমার সিংহের সভাপতিত্বে ও কর্মকর্তা আজাদুর রহমানের পরিচালনায় আলোচনা পর্বে এবারের প্রতিপাদ্য বিষয় ‘নিরাপদ কর্ম পরিবেশ এ গিয়ে যাবে বাংলাদেশ’ এ বিষয়ের উপর বক্তব্য রাখেন, শমশেরনগর চা বাগানের সহকারী ব্যবস্থাপক এসএম তারিকুজ্জামান, চাতলাপুর চা বাগানের সহকারী ব্যবস্থাপক আব্দুল নওয়াব খান, আলীনগর চা বাগানের সহকারী ব্যবস্থাপক মনির হোসেন, এনজিও কর্মকর্তা জন ব্রাইট গাজী, সাংবাদিক মুজিবুর রহমান, জয়নাল আবেদীন ও ডা. কনিকা দেবী। আলোচনা সভা শেষে খেলা ধূলায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অপর দিকে কমলগঞ্জ উপজেলা সিএনজি চালক সমিতির উদ্যোগে বের হয় বর্ণাঢ্য র্যালি। দুপুরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। আলোচনা সভা শেষে মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান।