বড়লেখায় ডাচ বাংলা ব্যাংক থেকে একাউন্ট ক্লোজ করে নিলেন ব্যবসায়ীরা
বড়লেখা প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখায় ডাচ বাংলা ব্যাংক লি:’র শাখা থেকে ব্যবসায়ীরা একাউন্ট ক্লোজ করে নিয়েছেন। স্থানীয় শাখা ব্যবস্থাপকের অসদাচরণ, প্রতারণাসহ নানা অভিযোগ দেখিয়ে বৃহস্পতিবার দুপুরে একসাথে বড়লেখা পৌর শহরের মধ্যবাজারের অন্তত ২০ জন ব্যবসায়ী তাদের ব্যাংক একাউন্ট ক্লোজ করে নেন। একাউন্ট ক্লোজ করা নাম্বারগুলো হলো-২০৩১০১২৮২, ২০৩১০১২০৩৪৩, ২০৩১১০২৩৬২, ২০৩১০১২২৬, ২০৩১০১২৮৪৬৮, ২০৩১১০১৬৭, ২০৩১১০৩৩৬০, ২০৩১০১১৭১০১, ২০৩১০১১৯০৮, ২০৩১০১২৮৪৭০, ২০৩১০১৪০১৬৩, ২০৩১০১৭৩৫, ২০৩১১০১৩৩৩ সহ অন্তত ২০ টি।
হয়রানি, দুর্ভোগ ও প্রতারিত ব্যবসায়ী হাশিম অঅহমদ, রেজাউল হক, জয়নাল উদ্দিন, জমির উদ্দিন, আব্দুল আহাদ, আমিনুল ইসলামসহ শতাধিক গ্রাহক অভিযোগ করে বলেন, বড়লেখায় ডাচ বাংলা ব্যাংকের শাখা চালু হওয়ায় আমাদের অনেক প্রত্যাশা ছিল। কিন্তু শুরু থেকেই শাখা ব্যবস্থাপক নীহারেন্দু ভট্টাচার্য ব্যাংকের গ্রাহকদের সাথে অসদাচরণ, প্রতারণা চালিয়ে যাচ্ছেন।
এদিকে গত বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে মাফিয়া চক্রের হাতে জিম্মী বড়লেখার বেশ কয়েকজন যুবকের কাছ থেকে মুক্তিপণ আদায়ের টাকা ডাচ বাংলা ব্যাংকের মাধ্যমে লেনদেন হয়েছে। তবে শাখা ব্যবস্থাপক বিষয়টি অস্বীকার করেন।
এ ব্যাপারে শাখা ব্যবস্থাপক নীহারেন্দু ভট্টাচার্য জানান, এটা স্বাভাবিক বিষয়। প্রতিদিনই এ রকম একাউন্ট ক্লোজ হচ্ছে। মুক্তিপণের টাকা লেনদেনের বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, অনেক ব্যাংকের বিরুদ্ধে এ নিয়ে লেখা হচ্ছে। ভাল ব্যাংকের বিরুদ্ধে এসব লেখা হয়ে থাকে।