লাউয়াছড়ায় ট্রেন যোগাযোগ বিঘ্ন
প্রকাশিত হয়েছে : ৩ মে, ২০১৩ ১০:২৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৯৭ বার পঠিত
মৌলভীবাজার প্রতিনিধি : ০১ মে বুধবার দিবাগত রাত সাড়ে ১১টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। প্রবল ঝড়ে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকায় সিলেট-আখাউড়া রেল পথের উপর গাছ উপড়ে পড়ায় রেল যোগাযোগে বিঘ্ন ঘটে। সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্তনগর উদয়ন ট্রেন ও ঢাকাগামী আন্তনগর উপবন ট্রেন দুটি ভানুগাছ রেল ষ্টেশনে আটকা পড়ে। এ ব্যাপারে শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান,ঘটনার ২ঘন্টা পর রেল পথ থেকে ঝড়ে উপড়ে পড়া গাছ সরানোর মাধ্যমে রাতেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়।