মৌলভীবাজারের শশ্মান ঘাটের নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার শহরের ফরেষ্ট অফিস রোড সংলগ্ন মনু নদীর তীরে শশ্মানঘাটের নির্মান কাজের ভিত্তি প্রস্থর স্থাপন করেন মৌলভীবাজারের জেলা পরিষদ প্রশাসক আজিজুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন শ্মশানঘাট কমিটিসহ সমাজের বিশিষ্ট ব্যাক্তিবর্গ। এরপর শশ্মশানকালী মন্দির প্রাংগনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ০১ মে বুধবার সকালে মৌলভীবাজার শশ্মানঘাট কমিটির আহ্বায়ক এডভোকেট সুনীল কুমার দাসের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস.এম মাহবুবুর রহমান, সাবক সাংসদ বেগম হোসনে আরা ওয়াহিদ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ এর সভাপতি কামাল হোসেন, জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট রমাকান্ত দাশগুপ্ত, পূজাউদযাপন কমিটির সভাপতি নিহির কান্তি দে, ১ নং ওয়ার্ডের কাউন্সিলর স্বাগত কিশোর দাশ চৌধুরী, কমিটির সদস্য নিলিমেষ ঘোষ বলু প্রমূখ। এসময় বক্তারা বলেন, এই শশ্মানঘাটের নির্মান ও সংস্কারের মাধ্যমে শহরের সনাতন ধর্মানুসারীদের অনেকদিনের প্রাণের দাবী পূরন হতে যাচ্ছে। শহরের একমাত্র শশ্মান ঘাট নির্মান কাজে এগিয়ে আসার জন্য জেলা পরিষদ কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তারা। উল্লেখ্য যে, জেলা পরিষদের অর্থায়নে ১৪ লক্ষ টাকা ব্যায়ে এই প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। অনুষ্ঠান পরিচালনা করেন সুমেষ দাম যিশু।