কমলগঞ্জ বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও মরমী কবি হাছান রাজা মিউজিয়াম পরিদর্শন

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সমকাল সুহৃদ সমাবেশ’র উদ্যোগে বাউল সম্রাট শাহ আব্দুল করিম ও মরমী কবি হাছান রাজা মিউজিয়াম পরিদর্শন করেন। গত ১ মে বুধবার কমলগঞ্জ সুহৃদ সমাবেশ’র ১০ সদস্যের একটি প্রতিনিধি দল দিনব্যাপী এই কর্মসুচী পালন করেন। এতে সাংবাদিক, কবি, সাহিত্যিক, শিক্ষক ছিলেন। সমকাল কমলগঞ্জ প্রতিনিধি প্রনীত রঞ্জন দেবনাথের সমন্বয়ে ৯ সদস্যের প্রতিনিধি দলে সফরসঙ্গী ছিলেন কমলগঞ্জ সুহৃদ সমাবেশের উপদেষ্টা সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক মো: সানোয়ার হোসেন, কমলগঞ্জ সাহিত্য সংসদের সম্পাদক কবি সাইয়্যিদ ফখরুল, বিশিষ্ট সমাজসেবক ও ক্রীড়া সংগঠক হাজী মো: জয়নাল আবেদীন, সংস্কৃতি কর্মী এমরান আহমদ, শিক্ষক আলমগীর হোসেন, মোহাম্মদ আলী, মো: আলী আহমদ ও মিনহাজ নাসির। বুধবার সকাল সাড়ে ১১টায় কমলগঞ্জ সুহৃদ সমাবেশের এই প্রতিনিধি দল দিরাই উপজেলার উজানধল গ্রামে বাউল সম্রাট শাহ আব্দুল করিমের বাড়িতে যান। সেখানে প্রতিনিধি দলকে স্বাগত জানান শাহ আব্দুল করিমের একমাত্র পুত্র শাহ আব্দুর নূর ও ভাগিনা শাহ আব্দুল তোয়াহেদ। সেখানে উপস্থিত ছিলেন সমকাল দিরাই-শালস্না প্রতিনিধি টিপু সুলতান, যুগান্তর প্রতিনিধি জিয়াউর রহমান লিটন সহ স্থানীয় লোকজন। বিকাল ৩টায় সুনামগঞ্জ সার্কিট হাউসে যাত্রাবিরতি করে মধ্যাহৃভোজন শেষে সুনামঞ্জ শহরে মরমী কবি হাছান রাজা মিউজিয়াম পরিদর্শন করেন। এ সময় সমকালের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি পংকজ দে উপস্থিত ছিলেন। সবশেষে কমলগঞ্জ সুহৃদ সমাবেশের প্রতিনিধিদল সিলেট শহরে এসে বিশিষ্ট লোকসাহিত্যিক চৌধুরী হারুন আকবরের আম্বরখানাস্থ বাসভবনে যান। সেখানে মতবিনিময় ও লাইব্রেরী পরিদর্শন শেষে রাতে কমলগঞ্জ ফিরে আসেন প্রতিনিধি দলটি।