মৌলভীবাজারে বিদায়ী পুলিশ সুপারের সাথে প্রেসক্লাবের আলোচনা সভা

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে বিদায়ী পুলিশ সুপার হারুন অর রশীদের সাথে প্রেস ক্লাবের আলোচনা সভা ও তার সম্মানে চা-চক্র অনুষ্টিত হয়েছে। ০১ মে বুধবার রাত ৮টায় মৌলভীবাজার প্রেসক্লাবের সভাপতি এম এ সালামের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এস এম উমেদ আলীর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন গন্যমাধ্যমকর্মী আকমল হোসেন নিপু, বকসী ইকবাল আহমদ, সরওয়ার আহমদ, আব্দুল হামিদ মাহবুব প্রমূখ। এসময় জেলায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার গন্যমাধ্যম কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন। পুলিশ সুপার বলেন, মৌলভীবাজার প্রেস ক্লাব দেশের একটি মডেল প্রেসক্লাব আর একটি প্রেসক্লাব হচ্ছে চাদপুরে। জেলার সকল সাংবাদিকরাই তাকে সহযোগিতা করেছেন। দেশের কঠিন সময়েও গনমাধ্যমকর্মীরা ঝাপিয়ে পড়েছেন দেশ ও জাতির কল্যানে। তিনি সকল সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং আগামী দিনেও সকলের দোয়া ও সহযোগিতা চান।