কমলগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশিত হয়েছে : ৩ মে, ২০১৩ ১০:৩৬ পূর্বাহ্ণ | সংবাদটি ৫৪৮ বার পঠিত
মৌলভীবাজার জেলা প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের পালপুর গ্রামে পানিতে ডুবে এক কন্যাশিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রবাসী এমরান আহমদ চৌধুরীর ১৮ মাস বয়সি শিশুকন্যা জান্নাত বাড়ির পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। সাথে সাথে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শমশেরনগর শ্রম কল্যাণ কেন্দ্রের চিকিৎসক সুকুমার সিংহের কাছে নিয়ে যান। সেখানে নিয়ে যাবার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুতে পালপুর গ্রামের চৌধুরী বাড়িতে শোকের ছায়া নেমে আসে।