কুলাউড়ায় বিরল প্রজাতীয় বনরুই পিটিয়ে হত্যা

এম. মছব্বির আলী : কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে বিরল প্রজাতির একটি বনরুই আটক করে স্থানীয় লোকজন। বিষয়টি বনবিভাগকে জানানোর পর ঘটনাস্থলে পৌছতে বিলম্ব করায় লোকজন বনরুইটিকে পিটিয়ে হত্যা করে। জানা যায়, কর্মধা ইউনিয়নের গুতুমপুরের টিলাবাড়ি গিয়াস মিয়ার বাড়ির কুয়ায় (কুপ) পড়ে একটি বিরল প্রজাতির বনরুই। গত ১মে বুধবার কালবৈশাখী ঝড়ের সময় কুয়ায় পড়ে বলে ধারনা গ্রামবাসীর। গতকাল ২মে সকালে কুয়া থেকে রশি দিয়ে বেঁধে বনরুইটিকে উদ্ধার করেন গ্রামবাসী। বিষয়টি অবহিত করা হয় কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলামকে। তিনি বনরুইটি উদ্ধারের জন্য কুলাউড়া রেঞ্জে কর্মরত বন বিভাগের লোকজনদের। কিন্তু বন বিভাগের লোকজনরা ঘটনাস্থলে পৌছে বিকাল ৪টায়। এরমধ্যে বনরুইটিকে পিটিয়ে হত্যা করেন কিছু লোক। পরে বিক্রি করার কালে বনবিভাগের লোকজন মৃত অবস্থায় বনরুইটিকে উদ্ধার করে। কুলাউড়া রেঞ্জের অ্যাটাস্ট অফিসার সিরাজুল ইসলামের নেতৃত্বে বনকর্মীরা মৃত বনরুইটি আটক করেন এবং কুলাউড়া পশু সম্পদ হাসপাতালে নিয়ে আসে।