আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএনকে ঢাকা থেকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। শুক্রবার প্রথম প্রহরে সিএনএনে এই সাক্ষাৎকারটি সমপ্রচার হয়। সাক্ষাৎকারটি গ্রহণ করেন ক্রিস্টিন আমানপোর।
প্রধানমন্ত্রী বলেন, দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প নানা সমস্যায় জর্জরিত। এসব সমস্যা সমাধানে সরকার দ্রুতই কার্যকর পদক্ষেপ নিচ্ছে।
সাভারের ঘটনায় দায়ীদের কোনো ধরনের ছাড় দিচ্ছে না তার সরকার উল্লেখ করে শেখ হাসিনা বলেন, শ্রমিকদের সুরক্ষায় সরকার আন্তরিক। তিনি শ্রমিকদের জীবনমানের উন্নয়নে বাংলাদেশের সস্তা শ্রমবাজারের সুযোগ নেয়া বিদেশি কোম্পানিগুলোর দায়িত্বও স্মরণ করিয়ে দেন।
শেখ হাসিনা বলেন, বিদেশি বিনিয়োগের জন্য অনকূল একটি পরিবেশ তৈরি করেছে সরকার।
এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী সাভারের ধস নিয়ে সমালোচনার মধ্যে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশগুলোতেও কর্মক্ষেত্রে দুর্ঘটনার কথা তুলে ধরেন। তিনি যুক্তরাষ্ট্রের টেঙাস রাজ্যে গত মাসে সারকারখানায় বিস্ফোরণে ১৪ জন নিহত হওয়ার কথাও বলেন।
শেখ হাসিনা বলেন, যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে আমরা কেউ আগে থেকে কোনো ধারণা করতে পারি না। সাভারে ভবন ধসের আগের দিন স্থানীয় প্রশাসনের পদক্ষেপের প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, সরকার কোনো উদ্যোগ নেয়নি এ কথা ঠিক নয়।