‘স্বরাষ্ট্রমন্ত্রী উন্মাদের মতো প্রলাপ বকছেন’

জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীরের সমালোচনা করে বলেছেন, তিনি উন্মাদের মতো প্রলাপ বকছেন। এতে সরকারের ক্ষতি হয়েছে বলে এরশাদ মনে করেন।
শুক্রবার সকালে সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন। এ সময় পার্টির কেন্দ্রীয় নেতারাও তার সঙ্গে ছিলেন। তিনি ভবনের চারপাশ ঘুরে দেখেন। পরে ঘটনাস্থল ত্যাগ করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের দেখতে যান তিনি।
এরশাদ বলেন, এটা নতুন কোনো ঘটনা নয়। এর আগেও স্পেকট্রাম গার্মেন্টে এমন দুর্ঘটনা ঘটেছে। বন্যায় মানুষ মারা গেছে। তাজরিনে অগ্নিকা-ে মানুষের প্রাণহানি ঘটেছে।
তিনি গুমের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, লাশ গুম করে তো সেনাবাহিনীর সদস্যদের কোনো ইন্টারেস্ট নেই। তারা জীবন বাজি রেখে উদ্ধারকাজ চালাচ্ছেন। তাদের সমালোচনা করা ঠিক হবে না।
তিনি বলেন, লাশ গুমের অভিযোগ ভিত্তিহীন এবং দুঃখজনক। সব জায়গায় রাজনীতি খাটে না। তিনি সেনাবাহিনীকে তার এবং দলের পক্ষ থেকে এই উদ্ধারকাজের জন্য ধন্যবাদ জানিয়ে উদ্ধারকাজ চালিয়ে যাওয়ার আহ্বান জানান।
তিনি স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীরের বক্তব্য প্রসঙ্গে বলেন, তিনি উন্মাদের মতো দলের লোকদের বাঁচানোর জন্য এসব কথা বলেছেন। তিনি বলেন, অনেক আগেই আমি সরকারকে বলেছি তার মতো লোককে কেবিনেটে রাখা ঠিক হবে না।