লিভারপুল মার্সিসাইড বিএনপির নতুন কমিটির অভিষেক

বিশেষ প্রতিনিধি : কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম. ইলিয়াছ আলীকে ফিরিয়ে দেয়া দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি সহ সাভার ট্র্যাজেডির দোষী ব্যাক্তিদের
শাস্তির দাবি জানিয়েছেন লিভারপুল মার্সিসাইড বিএনপির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্টানে বক্তারা। সোমবার লিভারপুলের স্থানীয় একটি রেষ্টুরেন্ট এ আয়োজিত বিএনপির অভিষেক অনুষ্টানটি দলের উপদেষ্টা সোরহাব আলীর সভাপতিত্বে এবং মাহবুব হোসেন ইমন এর পরিচালনায় অনুষ্টিত হয়। সভায় নতুন কমিটির সকলকে পরিচিতি করিয়ে দেন সিলেট পলিটেকনিক ইন্সটিটিউটের সাবেক ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার ফখরুল আলম।
লিভারপুল মার্সিসাইড বিএনপির নব নির্বাচিত কমিটিতে সৈয়দ বেলাল উদ্দিন আহমেদ কে সভাপতি ও আবুল হাসিম ভূইয়া কামাল কে সাধারণ সম্পাদক ও মাহবুব হোসেন ইমন কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্যর একটি কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সিনিয়র সহ সভাপতি আজিজুর রহমান, সহ সভাপতি যথাক্রমে হারুনুর রশিদ, সাহাব উদ্দিন আহম্মদ, জামাল উদ্দিন, উমর আলী, ওসমান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক মুর্শেদ আহমেদ চৌধুরী, সুহেদ আহমেদ, সহ সাধারণ সম্পাদক বাবূল শাহ্, আব্দূল মালেক, সহ সাংগঠনিক সম্পাদক মজিবুল হক মুজমদার (শিপন), কোষাধ্যক্ষ মাসুদুর রহমান, সহ কোষাধ্যক্ষ মোহাম্মদ আবু সাঈদ, প্রচার সম্পাদক আতিকুর রহমান আতিক, সহ প্রচার সম্পাদক বাবুল আহমেদ, দপ্তর সম্পাদক মিছবা উদ্দিন, সহ দপ্তর সম্পাদক এম.ডি. আল আমীন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আবু বক্কর সিদ্দিকী, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক কাউছার আহমেদ, সদস্য মোহাম্মদ হিরণ আলী, মোহাম্মদ আলী, মো. নূর হোসেন, মো. বাচ্চু মিয়া, সুয়েব আহম্মদ, আলাউদ্দিন, আব্দুল বারি, বদরুল আলম।
তাছাড়া লিভারপুলে বিএনপির ১১ সদস্য বিশিষ্ট একটি উপদেষ্টা কমিটি করা হয়। উপদেষ্টা পরিষদের সম্মানিত সভাপতি সোরহাব আলী। অন্যান্য সদস্যরা হলেন কে. আর . চৌধূরী, আব্দুল আজিজ জিতু, চান্দু মিয়া, সৈয়দ নিজাম উদ্দিন, কাপ্তান মিয়া, আজিজুর রহমান চান মিয়া, আজিজুর রহমান, আজাদ মিয়া, এম. এ. চৌধুরী, আব্দুল মুনিম।
অভিষেক অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কে আর চৌধুরী, নব নির্বাচিত সভাপতি সৈয়দ বেলাল উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবুল হাসিম ভূইয়া কামাল, আজিজুর রহমান জিতু, আজিজুর রহমান চান মিয়া , সৈয়দ নিজাম উদ্দিন, আজিজুর রহমান, হারুনুর রশিদ, আতিকুর রহমান, উমর আলী, আব্দুল মালেক, বাবুল শাহ্, সোহেল আহমেদ, আমিনুর রহমান, প্রমুখ।
সভাশেষে বাংলাদেশের ইতিহাসে নির্মম সাভার ট্র্যাজেডিতে যারা অকালে প্রাণ হারিয়েছেন এবং যারা আহত হয়েছেন তাদের জন্য বিশেষ দোয়া পরিচালনা করেন সোরহাব আলী।