গতকাল ২ মে বৃহস্পতিবার রোমের তরপিনাত্তারায় স্থানীয় একটি রেষ্টুরেন্টে। এন.আর.বি জাইয়ের সাধারণ সম্পাদক, হাবিবুর রহমান চুন্নুর ও শাওন আহম্মেদ এর পরিচালনায় সভাপতিত্ব করেন, এন.আর.বি জাইয়ের সভাপতি, ইকবাল হোসেন। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্ঠা, প্রবীন সাংবাদিক, লুৎফর রহমান, হাবীব চৌধুরী, এম এ রব মিন্টু এবং বাংলা প্রেস ক্লাব, ইতালী সভাপতি, খান রিপন।
এসময় প্রধান অতিথি, মোস্তফা ফিরোজ বলেন, প্রবাস থেকে অর্থ প্রেরণ করে প্রবাসীরা যেমন দেশের বিশেষ অবদান রাখছে, তেমনি অবদান রাখছে প্রবাসী সাংবাদিকরা সেই প্রবাসীদের কথা তুলে। এছাড়াও তিনি প্রবাসী কল্যানকে বেগবান করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে অনুরোধ জানান। দূরত্ব নয় বরং একে অপরের পরিপূরক হয়ে এগিয়ে যাওয়ার কথা উঠে আসে সাংবাদিক এবং স্থানীয় নেতৃবৃন্দদের বক্তব্যে।
এসময় আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, ইতালী আওয়ামীলীগের সভাপতি, ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক, হাসান ইকবাল, ইতালী বিএনপি’র সভাপতি, লকিয়ত উল্ল্যাহ, সাধারণ সম্পাদক, আশরাফুল আলম সহ যুবলীগ ও যুবদল এর সভাপতি, সাধারণ সম্পাদক। এবং ইতালীস্থ বিভিন্ন প্রচার মাধ্যমের কর্মকর্তাবৃন্দ।
এছাড়াও বাংলা ভিশনের ইতালী প্রতিনিধি হিসাবে জাকির হোসেন সুমনকে বার্তা প্রধান, মোস্তফা ফিরোজ প্রেস কার্ড তুলে দেয়।
উল্লেখ্য অনুষ্ঠান শেষে এন.আর.বি জাইয়ের ৩য় বর্ষে পর্দাপন উপলক্ষে বেশ কিছু নতুন সদস্য সহ পূর্নাঙ্গ কমিটি পূণরায় প্রকাশ করা হয়।