নতুন কর্মসূচি দিচ্ছে ১৮দলীয় জোট

ডেস্ক রিপোর্ট : মতিঝিলের শাপলা চত্ত্বরে বিকালে সমাবেশ করবে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোট। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে সমাবেশ থেকে বিরোধী দলীয় নেতা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন কর্মসূচি ঘোষণা করবেন। এছাড়াও সমাবেশে বিরোধী জোটের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।
সংবিধান সংশোধনের পর এই দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোট বিভিন্ন সময় মহাজোট সরকারকে আল্টিমেটাম দিয়েছে। পালন করেছে বেশ কয়েকটি অহিংস কর্মসূচি। এবারো আল্টিমেটাম ভিত্তিক হলেও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন সরকার বিরোধী নেতারা। লাগাতার হরতাল, অবরোধসহ বিভিন্ন কর্মসূচির কথা বলেছেন তারা।
সমাবেশের এ সময় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ১৮দলীয় জোটের শীর্ষ নেতারা আটক রয়েছেন।
গত ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসের সমাবেশে নারায়ণগঞ্জে বেগম খালেদা জিয়া বলেছেন, ৪ তারিখের সমাবেশ থেকে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। অতীতের মতো সেই কর্মসূচিতে জনগণকে অংশ নেওয়ার আহবান জানিয়েছেন তিনি।
এর আগে মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, বগুড়ার সভায় দেশ ও মানুষ রক্ষার আন্দোলনে অংশ নেওয়ার জন্য ঢাকায় আসার আহবান জানান।
সমাবেশ সম্পর্কে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জাস্ট নিউজকে বলেছেন, দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর দরকার। সংলাপের পরিবেশ নেই। নির্দলীয় সরকারের দাবিতে আন্দোলনের রূপ রেখা বিরোধী জোট নেত্রী ঘোষণা করবেন।
সর্বশেষ গত ১৩ মার্চ নয়াপল্টনে ক্ষতিগ্রস্ত দলীয় কার্যালয় পরিদর্শনে এসে তিনি বক্তব্য রেখেছিলেন।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু জাস্ট নিউজকে বলেন, গত ২৮ নভেম্বর মতিঝিলের শাপলা চত্বর এবং কাকরাইলের নাইটএঙ্গেল মোড়ে সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা কিছু আগে শাপলা চত্ত্বরে সমাবেশের অনুমতি পেয়েছেন বলে জানান তিনি।
তিনি বলেন, ঢাকা মহানগর বিএনপির আহবায়ক সাদেক হোসেন খোকার এই সমাবেশে সভাপতিত্ত্ব করবেন।
অবশ্য এর আগে দুপুরে তিনি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, কোথাও অনুমতি না দিলে নিজেদের উদ্যোগে নাইটএঙ্গেল মোড়ে সমাবেশ করা হবে।
মতিঝিল জোনের পুলিশের এডিসি এস এম মেহেদী হাসান জাস্ট নিউজকে বলেন, বিভিন্ন শর্তে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটকে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশের অনুমতি দেয়া হয়েছে।
যার সীমানা হবে একদিকে দৈনিক বাংলা মোড় অন্যদিকে নটরডেম কলেজ। সন্ধ্যার মধ্যে সমাবেশ শেষ করার কথা জানিয়ে তিনি বলেন, সমাবেশের বাইরে মাইক ব্যবহার করে শব্দ দূষণ করা যাবে না। উস্কানিমূলক কার্যক্রম থেকে বিরত থাকতে হবে।
সমাবেশের অনুমতি দেরিতে হয়েছে কি-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, জনগণের সার্বিক নিরাপত্তার বিষয় বিবেচনা করে অনুমতি দেয়া হয়েছে। নিরাপত্তা বিঘ্নিত হলে পুলিশ আইনানুগ পদক্ষেপ নেবে।
দুপুর দুইটার সমাবেশের মূল কার্যক্রম শুরু হবে। অনুমতি পাওয়ার পর থেকেই সেখানে মঞ্চ নির্মাণের কাজ শুরু হয়েছে।
রাতে বিএনপি নেতা ড.খন্দকার মোশাররফ হোসেন, সাদেক হোসেন খোকা ও আব্দুস সালাম সমাবেশ স্থল পরির্দশন করেছেন। সাভার ট্রাজেডির বিষয়টি বিবেচনা করে বিরোধী জোটের সমাবেশ কর্মসূচি স্থগিত চেয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে আহবান জানিয়েছেন তা প্রত্যাখ্যান করে খন্দকার মোশাররফ বলেন, সমাবেশের কারণে উদ্ধার কার্যক্রম ব্যাহত হবে না।
সমাবেশ সফল করতে শরিক দলগুলো নিজস্ব পর্যায়ে প্রস্তুতি সভা করেছেন। সমাবেশে যারা স্বেচ্ছাবেক হিসেবে দায়িত্ব পালন করবেন তারা ইতোমধ্যেই দলের প্রধান কার্যালয় থেকে পরিচয় পত্র সংগ্রহ করেছেন।