সমাজের উঁচু শ্রেণীর লোকেরা শ্রমিকদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে -আলী আব্বাছ খান এমপি

কুলাউড়া প্রতিনিধি : মহান মে দিবস উপলক্ষে কুলাউড়া উপজেলার রবিরবাজারে ১মে বুধবার বিকেলে কুলাউড়া-রবিরবাজার-কর্মধা-মুরইছড়া-টিলাগাও লাইনের শ্রমিক সংগঠন ২৩৫৯ এর অর্ন্তভূক্ত শ্রমিকদের আয়োজনে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে নওয়াব আলী আব্বাছ খাঁন এমপি বলেছেন, সমাজের উঁচু শ্রেণীর লোকেরা নিজেদেও ভোগ বিলাসের স্বার্থে যুগ যুগ ধরে শ্রমিকদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আসছে। ১৮৮৬ সালে আমেরিকার শিকাগো শহরের হে নামক মার্কেটের সন্মুখে বিপ্লবী শ্রমিকরা ৮ ঘন্টা কাজ, ৮ ঘন্টা বিনোদন এবং ৮ ঘন্টা বিশ্রামের দাবিতে আন্দোলনরত শ্রকিদের উপর পুলিশ গুলি চালিয়ে নির্বিচারে হত্যা করে। আজও আমাদের সমাজে এর ব্যতিক্রম ঘটেনি। সাভারের রানা প্লাজার ট্র্যাজেডি থেকে সরকার দায়মুক্ত হতে পারেনা। প্রকৃত দোষিদের আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করতে হবে। যেন দোষিরা আইনের ফাঁক-ফোকর দিয়ে বেরুতে পারেনা সে ব্যবস্থা সরকারকেই করতে হবে। তিনি বলেন শ্রমিকদের কাজের পাশাপাশি বিনোদন ও বিশ্রামের ব্যবস্থাও করতে হবে। তিনি শ্রমিকদের বিভিন্ন দাবীর ব্যাপারে বলেন আলোচনার মাধ্যমে পর্যায়ক্রমে ব্যবস্থা নেয়া হবে।
লিয়াকত আলীর সভাপতিত্বে ও আশরাফুল ইসলাম শামীম এবং বিধান মল্লিক এর যৌথ পরিচালনায় অনুষ্টিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সহ সভাপতি শিপলু মিয়া, সাংগঠনিক সম্পাদক হারুন মিয়া, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী খান, সাংবাদিক এম.এ.হামিদ, ব্যবসায়ী সম্পাদক আবু মোঃ নাসির উদ্দিন, যুব সংহতি সম্পাদক শাহজাহান চৌধুরী, শ্রমিক নেতা রাজি উদ্দিন রাজু, দুদু মিয়া, লিয়াকত আলী লেবু, শাহজাহান তালুকদার, আবু তাহের লিটন, আবুল কাশেম শওকত, গবিন্দ দেব। রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্টানে সঙ্গীত পরিবেশন করেন রফিক ও অন্যান্য শিল্পিবৃন্দ।