কমলগঞ্জে মণিপুরী কলেজ ছাত্রীকে অপহরণের ঘটনায় আটক ২ জনকে জেল হাজতে প্রেরণ
কমলগঞ্জ প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নে মণিপুরী এক কলেজ ছাত্রীকে অপহরণের ঘটনায় কমলগঞ্জ থানায় ৪ জনকে আসামি করে মামলা হয়েছে। আটককৃত মুহিবুর রহমান আব্দুস সালামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মণিপুরী পলীতে আতংক বিরাজ করছে। কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, মণিপুরী এক কলেজ ছাত্রীর বাবা রঞ্জিত কুমার সিংহ বাদি হয়ে বখাটে খোকন মিয়া (২৬) ও মুহিবুর রহমান (২৫), আব্দুস সালাম (২৪)সহ ৪ জনকে আসামি করে গত মঙ্গলবার রাতে অপহরনের চেষ্টা ও নারী নির্যাতন আইনে মামলা দায়ের করেছেন। আটককৃত মুহিবুর রহমান ও আব্দুস সালামকে জেল হাজতে প্রেরণ করেছে কমলগঞ্জ থানা পুলিশ। বাকীরা পলাতক রয়েছে। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ নীহার রঞ্জন নাথ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে তিনি মুহিবুর রহমান ও আব্দুস সালামকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য, গত ৩০ এপ্রিল মঙ্গলবার রাত ৮টায় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গোলের হাওর এলাকায় মণিপুরী এক কলেজ ছাত্রীকে অপহরণের চেষ্টাকালে বিক্ষোব্দ গ্রামবাসী চাকুসহ দুই বখাটেকে ধরে গণধোলাই দিয়ে আটকিয়ে রাখেন। মামলা করায় নানা হুমকীর মধ্যে বসবাস করছেন বলে অভিযোগ করেন মামলা বাদী ও মেয়ের বাবা মণিপুরী তাঁতী রঞ্জিত সিংহ।