কুলাউড়ায় ব্যবসায়ীর বাড়িতে দিনে দুপুরে চুরি
প্রকাশিত হয়েছে : ৪ মে, ২০১৩ ৬:৩৯ পূর্বাহ্ণ | সংবাদটি ৫১৯ বার পঠিত
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় ব্যবসায়ীদের বাড়িতে দিনদুপুরে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। চোরেরা গৃহে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা সহ মুল্যবান জিনিসপত্র নিয়ে যায়। পুলিশ সুত্রে জানা গেছে, ০২ মে বৃহস্পতিবার দুপুরে কুলাউড়া উত্তরবাজারের ব্যবসায়ী আব্দুর রহিম মিন্টুর নতুন বাড়ি কুলাউড়া গ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। গৃহকর্তা মিন্টু জানান, বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে স্ব-পরিবারে তিনি রেলকলোনীতে ভাইয়ের বাসায় দাওয়াত খেতে গেলে বাসা একা পেয়ে চোরেরা গৃহের পেছনের গ্রিলের তালা কেটে গৃহে প্রবেশ করে ঘরে থাকা ৭ ভরি স্বর্ণ, নগদ ৬৫ হাজার টাকা নিয়ে যায়। কুলাউড়া থানা পুলিশ তাৎক্ষনিক খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে।