বৃষ্টিতে পথ ছাড়েনি হেফাজত

ডেস্ক রিপোর্ট : ভোরে অবরোধ কর্মসূচি শুরুর পর প্রবল বৃষ্টিতেও সড়ক থেকে সরে যায়নি ঢাকা অবরোধ করা হেফাজত কর্মীরা। এর মধ্যেই লাঠি আর বাংলাদেশের পতাকা হাতে স্লোগান চালিয়ে গেছে তারা।
রোববার ফজরের নামাজ পড়ে রাজধানীর প্রবেশপথের বিভিন্ন পয়েন্টে জড়ো হয় হেফাজতে ইসলামের শত শত কর্মী। আলো ফোটার সঙ্গে সঙ্গে তাদের সংখ্যা বাড়তে থাকে। সকাল ৭টার দিকে প্রবল বৃষ্টি এলেও তারা রাজপথেই অবস্থান নিয়ে থাকেন।
বৃষ্টির সময় অনেক হেফাজতকর্মীকে রাস্তাতেই সঙ্গে নিয়ে আসা ত্রিপলের নিচে অবস্থান নিতে দেখা যায়।
প্রতিবেদকরা জানান, বিভিন্ন পয়েন্টে বৃষ্টির মধ্যেই স্লোগান চালিয়ে যায় হেফাজতের কর্মীরা।
প্রতিবেদক শহীদুল ইসলাম জানান, যাত্রাবাড়ির কাজলা ও ডেমরায় রাস্তা অবরোধ করে হেফাজতকর্মীরা ‘নাস্তিক বেইমানেরা হুঁশিয়ার সাবধান’, ‘ইসলামের শক্ররা হুঁশিয়ার সাবধান’, ’১৩ দফা মাইনা নে, নইলে গদি ছাইড়া দে,’ ‘এই জিহাদ বাচার জিহাদ, এই জিহাদে জিততে হবে’ ইত্যাদি স্লোগান দিচ্ছে।
বেশিরভাগ হেফাজতকর্মীর হাতেই রয়েছে বাঁশের লাঠি। তবে এসব লাঠির সঙ্গে বেশকিছু জাতীয় পতাকাও দেখা গেছে। বড় কয়েকটি জাতীয় পতাকা হাতে নিয়েও উপস্থিত হয়েছেন কেউ কেউ।
এছাড়া ১৩ দফা দাবির সপক্ষে হেফাজত কর্মীরা ট্রাকে মঞ্চ বানিয়ে মাইকে বিভিন্ন স্লোগান দিচ্ছে।
উত্তরা থেকে জ্যেষ্ঠ প্রতিবেদক সুমন মাহবুব জানান, বৃষ্টি শুরু হলে রাস্তায় দাঁড়িয়ে থাকা অনেক হেফাজতকর্মী নর্থ টাওয়ার, মাসকট প্লাজাসহ আশেপাশের দোকানের ছাউনিতে গিয়ে আশ্রয় নেয়। তবে অন্যরা সারিবদ্ধ ভাবে রাস্তা জুড়ে দাড়িয়ে থাকে।
কর্মসূচিতে অংশ নেওয়া হেফাজতের কর্মীদের অনেকের হাতেই বাঁশ ও গজারি কাঠের তিন থেকে চার হাত লম্বা লাঠি রয়েছে। অনেকেই আবার সেই লাঠির সঙ্গে জাতীয় পতাকা বেধেছে।
হেফাজতে ইসলামের অবরোধে ঢাকার সঙ্গে দেশের বেশিরভাগ অংশের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তাদের ঠেকাতে বিভিন্ন স্থানে ব্যারিকেড দিয়েছে পুলিশও।