রানা ও গার্মেন্টস মালিকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের

ডেস্ক রিপোর্ট : সাভারে ভবন ধসে নিহতের ঘটনায় রানা প্লাজার মালিক সোহেল রানা, গার্মেন্টস মালিক বজলুল সামাদ আদনান ও সাভার পৌরসভার প্রধান প্রকৌশলীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।
রবিবার সকাল ৯টার দিকে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করা হয়।
ভবন ধসের ঘটনায় নিহত গার্মেন্টস শ্রমিক জাহাঙ্গীর আলমের স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সকাল সাড়ে ১০টায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ ওয়াসিম শেখের আদালতে মামলাটির শুনানি অনুষ্ঠিত হবে।
বাদী আরজিতে উল্লেখ করেন, ভবন মালিক রানা ও গার্মেন্টস মালিক শ্রমিকদের ভয়ভীতি ও ব্যাপক মারধরের হুমকি দেখিয়ে শ্রমিকদের নিশ্চিত মৃত্যু জেনেও ভবনে জোর করে প্রবেশ করিয়েছে।
উল্লেখ্য, ২৪ এপ্রিল সকাল সাড়ে ৮টার দিকে সাভার বাজার বাসস্ট্যান্ডের কাছে অবস্থিত ৮ তলা শপিং কমপ্লেঙ রানা প্লাজা ধসে বহু হতাহতের ঘটনা ঘটে। ভবনটির ১ ও ২ তলায় মার্কেট, ৩ তলার সামনে অংশে ব্র্যাক ব্যাংকের একটি শাখা এবং ৩ থেকে ৮ তলা পর্যন্ত মোট ৫টি গার্মেন্টস কারখানা ছিল। ধসের আগের দিন এই ভবনটিতে ফাটল দেখা দেয়।