সিঙ্গাপুরে মারা গেলেন উদ্ধারকাজে দগ্ধ ইজাজ

ডেস্ক রিপোর্ট : সাভারে রানা প্লাজায় উদ্ধার অভিযানকালে অগ্নিদগ্ধ হয়ে মারাত্মক আহত স্বেচ্ছাসেবক ইজাজ উদ্দিন আহম্মেদ কায়কোবাদ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
৯ পদাতিক ডিভিশনের জিওসি চৌধুরী হাসান সারওয়ার্দী জানান, শনিবার স্থানীয় সময় রাত ১২টা ৪৫ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ইজাজ।
এর আগে গুরুতর আহত হলে চিকিৎসকের পরামর্শ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত উদ্যোগে গত বুধবার ইজাজকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর পাঠানো হয়। ইজাজকে সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সিঙ্গাপুর থেকে আসা একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সরকার তার চিকিৎসা ও যাতায়াত খরচ বহন করে।
ইজাজ উদ্দিন গত রোববার (২৮ এপ্রিল) রাতে সাভারে রানা প্লাজার ধ্বংস্তূপের ভেতর আটকা পড়া গার্মেন্টস কর্মী শাহিনা আকতারকে উদ্ধার করতে কংক্রিটের বিম কাটার চেষ্টাকালে গুরুতর আহত হন। সে সময় হঠাৎ জ্বলে ওঠা আগুনে অগ্নিদগ্ধ হলে ইজাজকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।
গত ২৪ এপ্রিল ভবন ধসের ঘটনায় ধ্বংসস্তূপের নিচে থেকে এ পর্যন্ত ৫৭২টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরো বহু লাশ উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, ফায়ার সার্ভিসের সদস্যরা।