হাউস অফ কমন্সে বাংলাদেশী স্টুডেন্ট সমস্যা বিষয়ক আলোচনা

নাজমুল হোসেন : ব্রিটেনে পড়তে আসার পর থেকে নিয়মিত নানান ধরনের বিপদ – সংকট আর সমস্যার সম্মুখীন হন বাংলাদেশী ষ্টুডেন্টরা।
সেই ষ্টুডেন্টসদের বিভিন্ন সমস্যা নিয়ে কনজারবেটিভ পার্টির গ্রুপের চেয়ারম্যান প্রভাবশালী এমপি ও অল পার্টি পার্লামেন্ট গ্রুপের চেয়ারম্যান এ্যান মেইনের আমত্রনে হাউস অফ কমন্সে অনুষ্ঠিত হলো বাংলাদেশী স্টুডেন্ট সমস্যা বিষয়ক পেজেন্টটেশন এবং আলোচনা। আলোচনায় উঠে আসে বাংলাদেশী স্টুডেন্টরা দেশ থেকে আসার পর থেকে যে সমস্যগুলোন সম্মুখিন হয় তার অন্যতম হচ্ছে হঠাৎ করে শিক্ষাপ্রতিষ্টান বন্ধ হয়ে যাওয়া, পুনরায় টিউশন ফি দিয়ে নতুন করে ভর্তি হওয়া, হোম অফিসে ফি দিয়ে নতুন ভাবে আবেদন করা, নো ওয়ার্ক ভিসা, প্রতিনিয়ত হোম অফিসের নতুন নুতন নিয়ম সহ বিবিধ। দ্বিতীয়বারের মতো বাংলাদেশী ষ্টুডেন্টস ইউনিয়ন ইউকে এর চেয়ারম্যান আতাউল্যাহ ফারূক হাউন্স অফ কমন্সে পেজেন্টশনের মাধ্যমে শিক্ষার্থীদের সমস্যাগুলো তুলে ধরেন।
পেজেন্টশনে দেখে উপস্থিত বৃটিশ মন্ত্রী ও লর্ড এবং এমপিরা বলেন, এটা খুব গুরুত্বপূর্ন বিষয় বর্তমান সরকারের জন্য এবং ষ্টুডেন্টসদের এই সমস্যগুলো সমাধান করার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহন করবেন।
এসব সমস্যাগুলো সমাধানের জন্য এ্যান মেইন এমপি ষ্টুডেন্ট ইউনিয়ন ও বাংলাদেশ হাইকমিশনের সহযোগিতা কামনা করেন ।
বাংলাদেশ হাইকমিশনার মিজারুল কায়েস ষ্টুডেন্টদের সমস্যা সমাধানে সব ধরনের সহযোগিতা করবেন বলে জানান ।
এদিকে বাংলাদেশ ষ্টুডেন্ট ইউনিয়ন ইউকে এর চেয়ারপারর্সন বলেন, বাংলাদেশী ষ্টুডেন্টদের ওয়ার্ক রাইট , টিউশন ফি নিশ্চয়তা, শিক্ষাপ্রতিষ্টান বন্ধ হয়ে যাওয়ার পর নতুন আবেদন, পুনরায় আবেদন ফি দেওয়া সহ বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিট্রিশ সরকারের সাথে কাজ করে যাবে ।
এসময় আরো উপস্থিত ছিলেন কনজারভেটিভ পার্টির সাবেক চেয়ারম্যান সাইদা ওয়ার্সি, জিম ফিটজ প্যাট্রিক এমপি, লর্ড বারোনাস পলা উদ্দিন, বিএসইউ এর সেক্রেটারী এস এইচ সোহাগ, সহ সভাপতি খালেদ পাভেল, যুগ্ন সম্পাদক আশরাফ হোসাইন,সহ সাংগঠনিক সম্পাদক মো : জাকির হোসেন মানিক, যুগ্ন মিড়িয়া ও প্রকাশনা সম্পাদক এনাম চৌধুরী ।