কুলাউড়ার হাজিপুরে হেফাজতে ইসলামের শানে রেসালত সম্মেলন
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা আন্জুমানে হেফাজতে ইসলাম দক্ষিন শাখার উদ্যোগে ২ মে বৃহস্পতিবার নছিরগঞ্জ বাজার মাঠে এক বিরাট সানে রেসালত (সাঃ) সম্মেলন শাখার আহবায়ক মাওলানা ইব্রাহীম আলী কটারকোনী এর সভাপতিত্বে ও সেক্রেটারী মাওলানা আব্দুল মুইন আদিল ও কুলাউড়া উপজেলা খেলাফত মজলিস প্রশিক্ষন সম্পাদক মাওঃ শাহ-লুৎফুর রশীদের যৌথ পরিচালনায় অনুষ্টিত সম্মেলনে প্রধান অথিতির বক্তব্য রাখেন আন্জুমানে হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওঃ মুফতি রশিদুর রহমান ফারুক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার উলামা পরিষদের সভাপতি শাইখুল হাদিস মাওঃ আব্দুল বারী ধর্মপুরী, খেলাফত মজলিস কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ মাওঃ শামসুজ্জামান চৌধুরী, বাংলাদেশের হেফাজতে ইসলাম জেলা সভাপতি মাওঃ সৈয়দ মাসউদ আহমদ, খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি অধ্যাপক মাওঃ আব্দুস সবুর, জেলা সেক্রেটারী রাজনগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওঃ আহমদ বেলাল, হেফাজতে ইসলামের জেলা সেক্রেটারী মাওঃ নুরুল মুত্তাকিন জুনাইদ, সমন্ময়কারী মাওঃ শাহ মাশুকুর রশীদ। অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন হেফাজত নেতা মাওঃ আব্দুল ওয়াহিদ চৌধুরী, মাওঃ হারুনুর রশীদ, উপজেলা খেলাফত মজলিসের সাবেক সভাপতি মাওঃ আব্দুল মুক্তাদির ঢেউপাশী, মাওঃ জাফর আহমদ, মাওঃ আরকান উদ্দিন, মাওঃ জামিল আহমদ, মাওঃ আব্দুল খালিক, মাওঃ কামাল উদ্দিন, মাওঃ আব্দুর রকিব, মাওঃ হাফেজ শুয়াইব আহমদ, মাওঃ হেলাল উদ্দিন, মাওঃ ফখরুল ইসলাম প্রমুখ। প্রধান অথিতির বক্তব্যে মাওঃ মুফতি রশিদুর রহমান ফারুক আগামী ৫ মে ঢাকা অবরোধ কর্মসুচী সফল করার জন্য সর্বস্থরের ধর্মপ্রাণ মানুষের প্রতি আহবান জানিয়ে বলেন চিহ্নিত নাস্তিক ব্লগারদের ফাঁসি সহ ১৩ দফা দাবী আদায় না হওয়া পর্যন্ত এদেশের আলেম সমাজ ও ধর্মপ্রান মুসলমান রাজ পথ ছাড়বেনা।