কমলগঞ্জে দুর্নীতি প্রতিরোধ কমিটির সমাবেশ অনুষ্ঠিত
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের মধ্যভাগ মোকামবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে গত ৩ মে শুক্রবার বিকেল ৫টায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ-বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল ইউ,কে এর প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন চৌধুরী। মধ্যভাগ মোকামবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আলতাফ মাহমুদ তালুকদার বাবুলের সভাপতিত্বে ও আং ওয়াছিদের পরিচালনায় অনুষ্ঠিত দুর্নীতি বিরোধী সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া, কমলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ, স্থানীয় ইউপি সদস্য ছিদ্দেক আলী, মানবাধিকার কর্মী জিয়াউল ইসলাম চৌধুরী, মহসীন আলী, শিপন মিয়া, সমাজসেবক আমিনুল ইসলাম, আং সামাদ, আং মুমিন, সারোয়ার আলম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্রিটিশ-বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল ইউ,কে এর প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, গ্রাম থেকেই দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহর থেকে নয়। দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। তিনি আদমপুর ইউনিয়নের বনগাঁও গ্রামে নতুন বিদ্যুৎ লাইন স্থাপন ও পাকা রাস্তা নির্মাণে সহায়তার আশ্বাস দেন। অনুষ্ঠান শেষে শুক্রবার সন্ধ্যায় স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ব্রিটিশ-বাংলাদেশ ন্যাশনাল কাউন্সিল ইউ,কে এর প্রেসিডেন্ট গিয়াস উদ্দিন চৌধুরীর সম্মানে আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাব্বির আহমদ ভূঁইয়া এক চা চক্রের আয়োজন করেন। এ সময় স্থানীয় ইউপি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।