কমলগঞ্জের কিশোরী ২৪ দিন ধরে সিলেটে গৃহকর্ত্রীর বাসা থেকে নিখোঁজ
মৌলভীবাজার প্রতিনিধি : ২৪ দিন ধরে নিখোঁজ রয়েছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রামপুর গ্রামের দিনমজুর আরব আলীর ১৫ বছরের কিশোরী কন্যা রায়না বেগম। সে দেড় বছর ধরে সিলেটের শাহপরাণ থানার পদ্মকমল, মোহাম্মদপুর এলাকার মৃত মাছুদ চৌধূরীর স্ত্রী সেবী বেগমের বাসা প্রত্যাশা-৫০-এ গৃহপরিচারিকা হিসেবে কাজ করছিল। গত ১০ এপ্রিল রাত ১২টায় রায়নার পিতা আরব আলীকে গৃহকর্ত্রী সেবী বেগম ওইদিন রাত ৯টা থেকে রায়নাকে খোঁজে পাওয়া যাচ্ছেনা বলে তাকে মোবাইল ফোনে জানান। খবর পেয়ে পরদিনই সিলেটে সেবী বেগমের বাসায় গিয়ে ও প্রতিবেশীদের কাছ থেকে জানতে পারেন ওই বাসায় রায়নাকে প্রায়ই শারীরিক ও মানসিক নির্যাতন করা হতো। সেবী বেগম নিখোঁজের দিন রায়না বেগমকে বকাঝকার কথা স্বীকার করেছেন বলে আরব আলী জানান। এ বিষয়ে শাহপরাণ থানায় জিডি (নং-৪৮১, তাং-১১.০৪.২০১৩) করা হয়েছে। নিখোঁজ হওয়ার সময় ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার রায়না বেগমের পরনে ছিল আকাশি রঙের জামা ও পায়জামা। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলতো।