কুলাউড়ায় বিজিবি’র ওপর চোরাকারবারীদের হামলা বিপুল পরিমাণ বিড়ি জব্দ : গাড়িসহ আটক ২
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত এলাকায় শনিবার রাত ৮ টার দিকে বিজিবি সদস্যদের ওপর চোরাকারবারীরা হামলা চালিয়েছে। এ সময় দুই লাখ ৫৯ হাজার ভারতীয় নাসির (পাতার বিড়ি) বিড়ি ও একটি গাড়ি জব্দ করা হয়। বিজিবি সূত্রের বিবরণ অনুযায়ী, একটি সাদা প্রাইভেট কারে আব্দুস শহীদ, হারুন মিয়া ও মতিন মিয়ার নেতৃত্বে একদল লোক ভারতীয় নাসির বিড়ি পাচার করছিল। এ সময় চাতলাপুর বিজিবি ফাঁড়ির ৬ জনের একটি টহলদল গাড়িটি থামানোর চেষ্টা করে। গাড়ি থেকে নেমে চোরাকারবারীরা বিজিবি সদস্যদের ওপর হামলা চালায়। এ সময় কয়েকজন গ্রামবাসীও হামলাকারীদের সঙ্গে যোগ দেন। এক পর্যায়ে হামলাকারীরা বিজিবির এক সদস্যের কাছ থেকে একটি রাইফেল ছিনিয়ে নেয়। খবর পেয়ে ফাঁড়ি থেকে অতিরিক্ত বিজিবি’র সদস্য ঘটনাস্থলে গেলে হামলাকারীরা রাইফেলটি ফেলে পালিয়ে যায়। বিজিবি’র সদস্যরা বিড়িভর্তি গাড়িটি জব্দ করেন। ঘটনাস্থল থেকে শামসু মিয়া ও আব্দুল মালেক নামের দুই ব্যক্তিকে আটক করে বিজিবি।
এ ব্যাপারে শ্রীমঙ্গল ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্নেল মনিরুল ইসলাম ও বিজিবি’র পরিচালক (অপারেশন) মেজর তৌহিদ-বিন-ইসহাক জানান, চোরাকারবারীরা হামলা চালিয়ে বিড়ি ও রাইফেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় দুই লাখ ৫৯ হাজার ভারতীয় বিড়ি জব্দ করা হয়।