কুলাউড়ায় সিএনজি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ : আহত ৮
কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের রামপাশা এলাকায় যাত্রীবোঝাই সিএনজিচালিত অটোরিক্সা এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত ১ মহিলা মারা গেছেন। অটোরিক্সা দুমড়ে-মুচড়ে গিয়ে চালকসহ ৯ যাত্রী গুরুতর আহত হয়েছেন। তন্মধ্যে গুরুতর আহত আমিরুন বেগম (২০) চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ৮টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। থানা পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, কুলাউড়া উপজেলার রামপাশা এলাকায় গত বৃহস্পতিবার রাত ১২ টার দিকে কুলাউড়া থেকে বড়লেখামুখী অটোরিক্সা এবং বড়লেখা থেকে কুলাউড়ামুখী মালবোঝাই ট্রাকের সাথে এই সংঘর্ষের ঘটনা ঘটে। কুলাউড়া থানার এসআই শংকর নন্দী মজুমদার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে অটোরিক্সার চালকসহ ৯ জন যাত্রীকে উদ্ধার করে মুমূর্ষ অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তন্মধ্যে গুরুতর আহত আমিরুন বেগম (২০) চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে সেখানে মারা যান। আহত অন্যান্যরা হলেন-নাজমা বেগম (৩৫), খুরশীদ আলী (৩৫), আরদ আলী (৩০), তৈজুন (৪০), ইয়াসমিন (৬), মনির মিয়া (১১), জব্বার মিয়া (৩০), উনি বেগম (৩)। দুর্ঘটনায় আহত আরও দুইজনের অবস্থা আশংকাজনক বলে কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। পুলিশ দুমড়ে-মুছড়ে যাওয়া সিএনজিটি আটক করেছে। তবে চালক ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।