‘হেফাজতের মোড়কে জামায়াত-শিবির’

হেফাজতে ইসলামের মোড়কে জামায়াত শিবিরের কর্মীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর। রবিবার বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দফতরে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হেফাজতে ইসলামের নেতারাই জানিয়েছেন যে হেফাজতের মধ্যে জামায়াত শিবির কর্মীরা মিশে গেছে।
তবে তিনি দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। প্রতিটি ঘটনা নজরদারি করা হচ্ছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, হেফাজতের পক্ষ থেকে শান্তিপূর্ণ সমাবেশের জন্য অনুমতি চেয়েছিলেন এ জন্যই সমাবেশ করার অনুমতি দেয়া হয়েছে। সংবিধান অনুযায়ী কোনো সংগঠন শান্তিপূর্ণ সমাবেশের অনুমতি চাইলে তা দেয়া হয়।
তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী সব ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য প্রস্তুত রয়েছে। হেফাজতে ইসলাম শান্তিপূর্ণভাবে তাদের সমাবেশ পালন করবে বলে আশা করেন তিনি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি রয়েছে সরকারের।
এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু বলেন, দেশে ধর্মীয় উন্মাদনা তৈরি করে হেফাজতে ইসলামের আগ্রাসী মনোভাবের জন্য দায়ী এক মাত্র খালেদা জিয়া।