উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোছাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কিশোলয় চক্রবর্ত্তী, ইঞ্জিনিয়ার তারিফুল ইসলাম। শিক্ষক মোহাম্মদ আলীর উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, প্রধান শিক্ষক রনেন্দ্র কুৃমার দেব, সিনিয়র শিক্ষিকা বিলকিছ বেগম, স্কুল ম্যানেজিং কমিটির সদস্য রাসেল আহমদ বখত প্রমুখ।
বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার: জাতীয় সংসদের চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি বলেছেন, বর্তমান মহাজোট সরকার কৃষি বান্ধব সরকার। কৃষকদের মধ্যে ডাটাবেজ তৈরী করা বর্তমান সরকারের অন্যতম সাফল্য। সরকারের সহায়তায় কৃষিতে উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষকরা ডিজিটাল বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে পারে। কৃষকদের জন্য সরকার সবকিছু করে যাচ্ছে। চিফ হুইপ রোববার বিকাল ৫টায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট (এন,এ,টি,পি) এর আওতায় কমলগঞ্জ উপজেলা পরিষদ শহীদ মিনার প্রাঙ্গনে কমলগঞ্জে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন শেষে উপজেলা পরিষদ হলরুমে খরিপ-১ উফশী আউশ ধান চাষে ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে বীজ, সার ও সেচ সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, কমলগঞ্জ এর আয়োজনে কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: আব্দুল আহাদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কৃষি সমপ্রসারণ অধিদপ্তর, মৌলভীবাজার এর উপ পরিচালক মো: আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক মো: রফিকুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, উপজেলা কৃষি অফিসার সামস উদ্দিন আহমদ।
উল্লেখ্য, কমলগঞ্জ উপজেলায় ২৮০০ কৃষকের মধ্যে জনপ্রতি ১২৭৩ টাকা মূল্যের বিনামূল্যে বীজ, সার ও সেচ সহায়তা করা হয়।