মৌলভীবাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রবাসী ও শিশুসহ নিহত ২ : আহত ১

মৌলভীবাজার জেলা প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের মৌলভীবাজার শহরের জুগিডহর এলাকায় রোববার বিকেল ৫টায় রাসত্মা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় আবু বশর চনু (৩৩) নামের এক দুবাই প্রবাসী নিহত হয়েছেন। তার বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার ঘোড়াখাল এলাকায়। নিহতের ছোট ভাই জিয়া জানান, বিকেলে টিকেট রি-কনফার্ম করার জন্য আবু বশর শহরে অবস্থিত বাংলাদেশ বিমান অফিসে যান। কাজ শেষে বাড়ি ফেরার জন্য ওই এলাকায় রাসত্মা পার হওয়ার সময় দ্রম্নতগতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।
অপরদিকে কুলাউড়া-মৌলভীবাজার সড়কের রাজনগর উপজেলার চাটুরা নামক স্থানে গত শনিবার রাতে দ্রম্নতগামী একটি ট্রাক বিপরীতমুখী সিএনজিচালিত অটোরিক্সাকে চাপা দিলে ঘটনাস্থলেই তাহমিনা নামের তিন বছরের এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হন শিশুটির মা রাশেদা আক্তার (৪৫)।