ভাঙ্গা পাথর বোঝাই ট্রাকে বেইলী সেতু ভেঙ্গে মৌলভীবাজারের সাথে কমলগঞ্জের সড়ক যোগাযোগ বন্ধ

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ : অতিরিক্ত ভাঙ্গা পাথর বোঝাই ট্রাক পারাপারের সময় একটি বেইল সেতু ভেঙ্গে গেলে মৌলভীবাজারের সাথে কমলগঞ্জের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। ভূঁয়া ড্রাইভিং লাইসেন্সের কারণে ট্রাক চালকের জরিমানা করা হয়। রোববার ভোর ৫টায় কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের মইডাইল এলাকায় বেইলী সেতু সেতুতে এ দূর্ঘটনাটি ঘটে।
জানা যায়, সিলেটের জাফলং থেকে পাথর বোঝাই ট্রাক মৌলভীবাজার জেলা সদর হয়ে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে আসার পথে মইডাইল এলাকায় ষ্টিলের বেইলী সেতু পারাপারের সময় ট্রাকসহ সেতুটি ভেঙ্গে পড়ে। এ দূর্ঘটনার পর রোববার ভোর থেকে কমলগঞ্জের সাথে মৌলভীবাজার সদরের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। মুন্সীবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার ড়্গোভ প্রকাশ করে বলেন,সেতুটি দীর্ঘদিন যাবত ঝুঁকিপূর্ণ থাকলেও অধিক মালামাল বহন না করে যানবাহন চলাচলে এ সেতু এলাকায় কোন সর্তকর্তা মূলক সাইনবোর্ড টাঙ্গানো হয়নি। ফলে সকল প্রকার ভারী যানবাহন চলাচল অব্যাহত থাকে। আর এর দায় বর্তাবে স্থানীয় সরকার প্রকৌশল অদিদপ্তরের(এলজিইডি)-র উপর। সেতুটি ভেঙ্গে পড়ায় রোববার ভোর থেকে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন, পৌর সভা, আদমপুর, ইসলামপুর, মাধবপুর ও আলীনগর ইউনিয়নের একাংশের জনসাধারণের জেলা সদরের সাথে যোগাযোগের একমাত্র রাসত্মাটি বন্ধ হয়ে পড়ে। দূর্ঘটনা কবলিত সেতুর উভয় দিকে প্রচুর পরিমাণে যানবাহন আটকা পড়ে। এ অবস্থায় বাধ্য হয়ে ভুক্তভোগী এলাকার লোকজনকে ২০ কিঃমিঃ ঘুরে শমশেরনগর ও ৩০ কিঃমিঃ ঘুরে শ্রীমঙ্গল হয়ে মৌলভীবাজার জেলা সদরে যাাতায়াত করছেন।
বেইলী সেতুটি ঝুঁকিপূর্ণ থাকার পর সেতু এলাকায় এলজিইডি কর্তৃপক্ষ কোন প্রকার সতকর্তামূলক সাইন বোর্ড লাগাননি প্রসঙ্গে কমলগঞ্জ উপজেলা এলজিইডি প্রকৌশলী গোলাম মোহাম্মদ মহিউদ্দীন বলেন, এ বেইলী সেতুটি কখনও ঝুঁকিপূর্ণ ছিল না। ধারণ ক্ষমতার চেয়ে ৩ গুন পাথর বোঝাই করে পারাপারকালে বেইলী সেতুটি ভেঙ্গে পড়েছে। দূর্ঘটনা কবলিত ট্রাক উদ্ধারের পর সেতু মেরামত করে যানচলাচল স্বাভাবিক করতে কিছুটা সময় লেগে যাবে বলে উপজেলা প্রকৌশলী জানান। কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া এ প্রতিনিধিকে বলেন, দূর্ঘটনার পর ঘটনাস্থল থেকে চালককে এনে তার ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা নিরিক্ষা করে দেখা গেছে এ লাইসেন্সটি ভূঁয়া। এ জন্য ও অতিরিক্ত মালামাল পরিবহনের দায়ে চালক শাহিন আহমদ (৩৮)-এর জরিমানা করা হবে। তবে জরিমানার পরিমান সম্পর্কে নির্বাহী কর্মকর্তা কিছু জানাননি। তিনি আরও বলেন কমলগঞ্জের সাথে সরাসরি সড়ক যোগাযেগ দ্রুত সময়ে সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনে চিফ হুইপ উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ ও জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এদিকে রোববার মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার জানান, মৌলভীবাজার-শমশেরনগর-চাতলাপুর সড়কের মরাজানের পার এলাকায় একটি সেতু ডেবে গেলে সকাল থেকে ঐ সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সিএনজিসহ ছোট ছোট যান চলাচল চালু রয়েছে।