গণজাগরণ মঞ্চ সরিয়ে দিয়েছে পুলিশ

ডেস্ক রিপোর্ট : শাহবাগের গণজাগরণ মঞ্চ সরিয়ে দিয়েছে পুলিশ। সোমবার ভোররাতে র্যাব, বিজিবি ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে গণজাগরণ মঞ্চটি সরিয়ে দেয়।
শাহবাগ থানার পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে শাহবাগ মোড়ে অবস্থিত মঞ্চ ও যে অস্থায়ী কেন্দ্রগুলো ছিল সেগুলো ভোররাতে ভেঙ্গে দেয়া হয়েছে। মঞ্চের পাশে যে ছোট ছোট বুথগুলো স্থাপন করা হয়েছিল সেগুলোও সরিয়ে দেয়া হয়েছে।বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধীদের ফাঁসির দাবিতে গত ৫ ফেব্রুয়ারি থেকে ঢাকার শাহবাগ মোড় কেন্দ্রীক এই আন্দোলনটি শুরু হলেও পরে তা সারাদেশে ছড়িয়ে পড়ে। এ আন্দোলনের সাথে বাংলাদেশের সংসদ এবং সর্বোচ্চ কর্তৃপক্ষও একাত্মতা ঘোষণা করে।
এই দাবির প্রতি সম্মতি জানিয়ে একপর্যায়ে আন্তজার্তিক অপরাধ ট্রাইব্যুনাল আইনটিও সংশোধন করা হয়।
কিন্তু এর কিছুদিন পরেই শাহবাগের আন্দোলনকারীদের নাস্তিক ব্লগার দাবি করে তাদের শাস্তি এবং এই আন্দোলন বন্ধের দাবি জানায় হেফাজতে ইসলাম।