রোমে মাসিক স্বাধীন বাংলার উদ্যেগে মোস্তফা ফিরোজ দিপুকে সংবর্ধনা

নাজমুল হোসেন, মিলান থেকে : বাংলা ভিশন এর বার্তা প্রধান, ঢাকা রিপোর্টাস ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাধক মোস্তফা ফিরোজ দিপুকে সংবর্দনা দিয়েছে ইতালী থেকে প্রকাশিত মাসিক স্বাধীন বাংলা।মাসিক সাধীন বাংলার প্রধান উপদেষ্ঠা জাহাঙ্গীর ফরাজীর সভাপত্বিতে পত্রিকার সম্পাদক ও বাংলা ভিশনের রোম প্রতিনিধি রিয়াজ হোসেন এর পরিচালনায় বক্তব্য রাখেন ইদ্রিস ফরাজী, লকিয়ত উল্ল্যা, হাসান ইকবাল, আশরাফুল আলম, ইকবাল হোসেন, লুৎফর রহমান, আবদুর রাজ্জাক, হাবীব চৌধুরী, লিটন মোল্লা, কিটন সিকদার, এস. এ .রব মিন্টু, ফাহমিদা সুলতানা লিপি, লায়লা শাহ সহ আরো অনেকে।
মোস্তাফা ফিরোজ দিপু তার বক্তব্যে বলেন- প্রবাসের মাটিতে সাংবাদিকরা, সংবাদপত্র প্রবাসিদের যে দ্বারপ্রন্তে নিয়ে আসছেন তা অবশ্যই প্রশংসার দাবিদার। আমি আশা করবো সঠিক, সত্য সংবাদ ও উন্নয়ন মুলক সংবাদ পত্রিকা এবং চ্যানেলে প্রচার করবেন আপনারা।