অব্যাহত বৃষ্টিতে কমলগঞ্জে নদী ও ছড়ার পানি বৃদ্ধি
প্রকাশিত হয়েছে : ৭ মে, ২০১৩ ৫:২৮ পূর্বাহ্ণ | সংবাদটি ৫২৫ বার পঠিত
কমলগঞ্জ প্রতিনিধি : অব্যাহতভাবে বৃষ্টিপাত ও উজানে ভারতীয় অঞ্চলের নেমে আসা ঢলের পানিতে কমলগঞ্জ উপজেলার সবগুলো নদ-নদী ও পাহাড়ি ছড়ায় পানি বৃদ্ধি পেয়েছে। সোমবার দুপুরে সরেজমিন ঘুরে দেখা যায়, ধলাই ও লাঘাটা নদীসহ সবগুলো পাহাড়ি ছড়ায় পানি বৃদ্ধি পেয়েছে। তবে এখনও বিপদ সীমা অতিক্রম করেনি। মুঠোফোনে আলাপকালে মৌলভীবাজার জেলার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আজিজুর রহমান পানি বৃদ্ধির সত্যতা নিশ্চিত করে বলেন, ধলাই ও মনু নদীর পানির বিপদ সীমা ১৯.৮২ সেন্টিমিটার। সোমবার দুপুরে পরিমাপ করে দেখা গেছে ধলাই নদীতে ১৭.৫০ সেন্টিমিটার দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। নির্বাহী প্রকৌশলী বলেন ,যেভাবে পানি বাড়ছে আর যদি উজানে ভারতীয় অংশে বৃষ্টিপাত হয় তাহলে বিপদ সীমার উপর দিয়ে পানি প্রবাহিত হতে পারে।