মিলানের মাসিক পত্রিকা প্রবাস বাংলার পান্তা-ইলিশের আয়োজন

মিলান থেকে সংবাদদাতা : বাংলাদেশের চিরাচরিত ঐতিহ্য ধরে রাখতে এবং নতুন প্রজন্মকে বাঙ্গালী কৃষ্টি কালচারের সাথে পরিচয় করার লক্ষ্যে আয়োজন করা হয় নববর্ষের পান্তা ইলিশের | ৫ মে রবিবার স্থানীয় সিনসেললো পার্কে সকাল ১১ টায় মিলানের মাসিক পত্রিকা প্রবাস বাংলার আয়োজনে দিনব্যাপী অনুষ্ঠানকে সাজানো হয়েছে বিভিন্ন ইভেন্টে।বিপুল সংখ্যক প্রবাসী পরিবারের উপস্থিতিতে শিশু কিশোরদের খেলাধুলা,কবিতা আবৃতি, ছড়া বলা , কৌতুক পরিবেশনের মধ্য দিয়ে পান্তা ইলিশের অনুষ্ঠান শুরু হয় । এর পর থেকে চলতে থাকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্টান।
পত্রিকার নির্বাহী সম্পাদক মো ফিরোজ আলম এর পরিচালনায় পত্রিকার সম্পাদক মোসলেহ উদ্দিন খোকন এর সভাপতিত্বে অনুষ্টানে শুভেচ্ছা জানান,পত্রিকার বিভাগীয় সম্পাদিকা অনন্না নিলু,পত্রিকার উপদেষ্টা মো আলমগীর কুদ্দুস,প্রফেসর জামাল উদ্দিন,পত্রিকার শুভাকাঙ্ক্ষি আলহাজ জাকির হোসেন,মফিজুর রহমান,মাহবুবুল হক,নুর আলম,জামাল উদ্দিন,মুক্তিযুদ্ধা সংসদের সভাপতি সিরাজুল ইসলাম গফফার,সম্পাদক জাকির হোসেন প্রমুখ | শুভেচ্ছার পর শুরু হয় ভুরি-ভুজের |পান্তা ইলিশের পাশাপাশি আলু বর্তা,শুটকি বর্তা,বেগুন বর্তা রাখা হয় আপ্পায়নের জন্য | প্রবাসীরা তাদের পরিবার নিয়ে ব্যপক উত্সাহ উদ্দীপনায় এই অনুষ্টান উপভোগ করেন |
পত্রিকার সম্পাদক বলেন নতুন বছরকে নতুন ভাবে সাজাতেই এবং জীবনের সাথে সম্পৃক্ত করার লক্ষ্যে এই আয়োজন। আমরা প্রবাসে এসেও আমাদের নববর্ষের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে হারাতে চায়না। তারা বলেন,সার্বিক সহযোগিতায় নতুন প্রজন্মকে আমাদের হাজারো বছরের ঐতিহ্যঘেরা সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া আমাদের উদ্যোগের প্রধান উদ্দেশ্য।তিনি আগত প্রবাসীদের কে অনুষ্টানে অংশগ্রহনের জন্য এবং সার্বিক সহযোগীতার জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন |