ইতালীর রোমে বাংলাদেশ দূতাবাসের বৈশাখ উদযাপন

মিলান থেকে সংবাদদাতা : পহেলা বৈশাখ ২০ দিন আগেই চলে গেলেও এর আমেজকে ধরে রাখতে প্রথমবারের মতো দূতাবাস ভবন থেকে বেড়িয়ে বৈশাখ উদযাপনে জমকালো অনুষ্ঠানের আয়োজন করছে ইতালীস্থ বাংলাদেশ দূতাবাস।
শনিবার সন্ধ্যায় সান লুকা হলে রাষ্ট্রদূত মো. শাহাদৎ হোসেন প্রবাসীদের বৈশাখী শুভেচ্ছাসহ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সকলকে ধন্যবাদ জানান।অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে সকল রাজনৈতিক, সামাজিক ও আঞ্চলিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
আমন্ত্রিত বক্তাদের মধ্যে উঠে আসে সাভার ট্র্যাজেডিতে সমগ্র জাতি শোকাবহ, ভবন ধসে ক্ষতিগ্রস্থদের কথা, অসহায় দূর্গতদের জন্য অর্থ সংগ্রহের কথা।এছাড়াও বক্তারা বাংলাদেশ দূতাবাসকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘আমরা যেমন আজ একই মঞ্চে এক সাথে প্রবাসী এবং দেশের মানুষের কথা বলতে পারছি, আমরা আশা করছি দেশের স্বার্থে সকল রাজনৈতিক দল একই সাথে দেশের উন্নতির জন্য কাজ করে যাবে।’এ সময় অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা ছাড়াও ইতালী আওয়ামী লীগের সভাপতি মো. ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, বিএনপি সভাপতি লকিয়ৎ উল্ল্যাহ, সাধারণ সম্পাদক আশরাফুল আলম, বাংলাদেশ সমিতি ইতালীর সভাপতি নূরে আলম সিদ্দিকী বাচ্চুসহ রোমের শীর্ষস্থানীয় নেতা এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ইতালীর জনপ্রিয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন আগত সকল অতিথি ও রোম প্রবাসী বাংলাদেশিরা।