মিলানের বাশমেল্লায় ফেস্টিভাল দাল কাশিনা অনুষ্টিত

নাজমুল হোসেন, মিলান থেকে : ইতালির মিলানের বাশমেল্লায় ইতালিয়ান ও প্রবাসী বাংলাদেশীদের অংশগ্রহণে ফেস্টিভাল দাল কাশিনা অনুষ্টিত হয়েছে | ৫ মে রবিবার বিকাল ৫ টায় মিলানের আব্বিতাগর্ছ এর কিয়াচ্ছ রজ্জায় বাংলাদেশী কৃষ্টি ও কালচার ইতালিয়ানদের মাঝে তুলে ধরা হয় | ২০১৫ সালে মিলানে এক্সপো মেলায় দা এশিয়ান কালচার এর কোর্ডিনেটর আব্দুল্লাহ আল মামুন এর সার্বিক তত্থাবধানে এই ফেস্টিভেলে অংশগ্রহন করেন এবং বক্তৈব্ব রাখেন ইতালিয়ানদের প্রধান মারিয়া গ্রাচ্ছিয়া গুইদা,লিনা নভোলিয়া,আন্তনেল্লা বেরগামিনা,ফ্রান্চচেস্কো,মারি লিজা,দাড়িয় জানিলি,কফি মিশেল প্রমুখ | অনুষ্টান উপভোগ করে তারা বলেন এশিয়ান কালচারাল খুব সুন্দর | এই অনুষ্টান দেখে খুব ভালো লেগেছে | তারা আশাবাদ ব্যক্ত করে বলেন এই এশিয়ান কালচার আমাদের এক্সপো মেলায় অংশগ্রহন করে সকল দেশের মানুষকে অনন্দিত ও উপভোগগ করে তুলবে | বিশেষ করে এশিয়ানদের নৃত্য গুলো নজর কারা |
আব্দুল্লাহ আল মামুন জানান,এই ফেস্টিভাল আয়োজন মূলত ২০১৫ সালের এক্সপো মেলায় এশিয়ান কৃষ্টি , কালচার ও খাবার এর মান কি তা ইতালিয়ানদের মাঝে তুলে ধরা | বাংলাদেশের সংস্কৃতি নিয়ে ফেস্টিভালে সাংস্কৃতিক অনুষ্টান পরিবেশন করে শিখর শিল্পী গোষ্ঠি |
এছাড়া বাংলাদেশ থেকে আগত ২০০৫ সালের ক্লুোজআপ তারকা রিঙ্কু আমন্ত্রিত শিল্পী হিসাবে সংগীত পরিবেশন করে | সাংস্কৃতিক অনুষ্টান উপভোগ করেন আগত ইতালিয়ান কমুনির নেতৃবৃন্দরা | অনুষ্টান শেষে বাংলাদেশী খাবার ভাত, ইলিশ মাছ,আলু বর্তা ও মুরগির মাংস পরিবেশন করা হয় | বাংলাদেশী খাবার ইতালিয়ানরা খেয়ে প্রশংসা করেন |
ফেস্টিভালে উপস্থিত ছিলেন মিলান বিএনপির সভাপতি এমদাদ হোসেন,দেওয়ান রফিকুল ইসলাম,বাংলাদেশ থেকে আগত আশরাফ বাবু,টিপু গাজী,কবির উদ্দিন আহমেদ,তুহিন মাহমুদ,কাওসার হাওলাদার,নাজমুল ইসলাম তারা,আল আমিন, প্রমুখ |