বাংলাদেশে সহিংসতায় জাতিসংঘ মহাসচিবের উদ্বেগ
প্রকাশিত হয়েছে : ৭ মে, ২০১৩ ৫:৩৪ পূর্বাহ্ণ | সংবাদটি ৪৬৪ বার পঠিত

জাতিসংঘ মহাসচিব বান কি মুন বাংলাদেশে সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি এ ঘটনায় নিহতদের জন্য দুঃখ প্রকাশ করেন।
সোমবার জাতিসংঘ কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বান কি মুন বাংলাদেশে সহিংসতা এবং হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সহিংসতা বন্ধের আহ্বান জানান।
বিবৃতিতে জাতিসংঘ মহাসচিব দেশের আইনশৃঙ্খলার প্রতি সবাইকে সম্মান প্রদর্শন করে শান্তিপূর্ণভাবে নিজেদের মতামত তুলে ধরার আহ্বান জানান। তিনি বাংলাদেশের সব রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রতি গঠনমূলক সংলাপ বিনিময়ের মাধ্যমে উত্তেজনা কমিয়ে আনার অনুরোধ করেন।
উল্লেখ্য, রবিবার হেফজতে ইসলামের ঢাকা অবরোধ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ব্যাপক সহিংসতায় বেশকিছু হতাহতের ঘটনা ঘটে।